Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

سُبْحٰنَ اللهِ وَ الْحَمْدُ لِلّٰهِ وَ اَللهُ اَكْبَرْ পাঠ করো, কেননা এই বাক্যগুলো কিয়ামতের দিন আগে পরে তোমাদের হেফাযত করবে (মুসতাদরাক আলাস সালিহীন, খন্ড: , পৃষ্ঠা: ২৩৫, হাদীস: ২০২৯) আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামদের عَلَیْہِمُ الرِّضْوَان ইরশাদ করলেন: তোমাদের মধ্যে কি কেউ প্রতিদিন উহুদ পাহাড়ের সমপরিমাণ আমল করার সামর্থ রাখো? আরয করলো: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ আমল করার শক্তি কার আছে? ইরশাদ করলেন: তোমরা সকলেই সেটার সামর্থ রাখো আরয করা হলো: কিভাবে? ইরশাদ করলেন: اَلْحَمْدُ لِلّٰه বলাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি মর্যাদাবান (মুজামে কবীর, খন্ড: , পৃষ্ঠা: ২৭৯-২৮০, হাদীস: ১৪৮১২) * হযরত আবু মালেক আশআরী رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْحَمْدُ لِلّٰه বলাটা মিযান (নেকীর পাল্লা) পূর্ণ করে দেয় (মুসলিম, পৃষ্ঠা: ১০৬, হাদীস: ২২৩) * অর্থাৎ اَلْحَمْدُ لِلّٰه বলার দ্বারা এতো সাওয়াব হয়ে থাকে যে, কিয়ামতের দিন যখন এই সাওয়াব আমলের পাল্লায় রাখা হবে, তখন পাল্লা পূর্ণ হয়ে যাবে (ফয়যুল কদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪)

    আল্লাহ পাক আমাদেরকে অধিকহারে কৃতজ্ঞতা জ্ঞাপন করার اَلْحَمْدُ لِلّٰه বলে মুখকে আল্লাহ পাকে যিকির দ্বারা সতেজ রাখার তাওফিক দান করো اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم     

২ - নিজের যোগ্যতাগুলোর ব্যাপারে জানুন...!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হীনমন্যতার শিকার হওয়ার একটি বড় অন্যতম কারণ হলো; নিজের সম্পর্কে না জানা সাধারণত হীনমন্যতার শিকার লোকেরাই হয়ে থাকে, যারা নিজের যোগ্যতা সম্পর্কে জানে না, তার নিকট জীবনের কোন উদ্দেশ্যই থাকে না