Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

করোনা হে আল্লাহ বান্দাগণ! ভাই ভাই হয়ে যাও (আল মাওয়াহিবুল লাদুনিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০১)

    হে আশিকানে রাসূল! আমাদের উপর আবশ্যক হলো যে, আমরা যেনো ইসলামের উজ্জল শিক্ষার উপর আমল করি, আল্লাহ পাক তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগত বান্দা হয়ে যাই এবং যথাসম্ভব অপরকে হীনমন্যতা থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ পাক আমাদের আমল করার তাওফিক দান করো اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হীনমন্যতার দুটি প্রকার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! একবার শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মাদানী মুযাকারায় হীনমন্যতার ব্যাপারে মাদানী ফুল দিতে গিয়ে বলেন: হীনমন্যতা শরয়ী পরিভাষা নয়, অনেক সময় হীনমন্যতা মানুষকে ছিন্ন ভিন্ন করে দেয় আর অনেক সময় হীনমন্যতা অনেক জরুরী হয়ে থাকে, যেমন; আমলের দিক দিয়ে হীনমন্যতা জরুরী, (অর্থাৎ লোক এটা মনে করবে যে,) আমার নিকট কোন নেকীই নেই, বান্দা নেকীর লোভ বাড়াতেই থাকবে, বৃদ্ধি করতেই থাকবে, নেকীর ব্যাপারে এমন কোন স্থান নেই যে, বান্দা সন্তুষ্ট হয়ে যাবে, ব্যস এখন আমি অনেক নেকী করে নিয়েছি, আমার আর কোন নেকীর প্রয়োজন নেই, সুতরাং আমলের ব্যাপারে জরুরী হলো বান্দা নিজে নিজেকে ছোট মনে করবে আর কখনো নিজেকে নেককার মনে করবে না, একটি মূহুর্তের কোটি ভাগের জন্যও নিজের মস্তিষ্কে এই বিষয়টি আনবে না যে, আমি অনেক নেককার এবং আল্লাহ পাকের নিকট মকবুল, কেননা কারো জানা নেই যে, তার ব্যাপারে