Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশা করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল  (জামেয়ে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভাল ভাল নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভাল নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভাল ভাল নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

          হে আশিকানে রাসূল! আজকের বয়ানের বিষয়বস্তু হলো: হীনমন্যতা * হীনমন্যতা কি? * এর কুফল কি? * হীনমন্যতা থেকে কিভাবে বেঁচে থাকা সম্ভব? * দ্বীনে ইসলাম ব্যাপারে আমাদের কি নির্দেশনা দিচ্ছে? আজ আমরা এই বিষয়ে জানার চেষ্টা করবো

হীনমন্যতা কি?

    হীনমন্যতা হলো একটি মানসিক রোগ, ইংরেজিতে এটাকে Infiriority Complex (ইনফিরিউরিটি কমপ্লেক্স) বলা হয় Complex (কমপ্লেক্স) এর অর্থ: গোপন মনোভাব আর Infiriority অর্থ: নিকৃষ্ট, হীন সুতরাং Infiriority Complex (ইনফিরিউরিটি কমপ্লেক্স) অর্থ হবে: নিজেকে হীন, নিকৃষ্ট মনে করার গোপন মনোভাব

    হীনমন্যতা সত্যিকার্থে একটি তুলনা (Comparison) যখন কোন বান্দা নিজেকে অন্য কারো সাথে তুলনা (Comparison) করে