Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj
অনুযায়ী উপায়ও প্রদান করা হয়। (ফয়যুল কদীর, খন্ড: ৫, পৃষ্ঠা: ৪৫, হাদীস: ৬৩৫৮)
প্রতীয়মান হলো; এই পৃথিবীতে প্রত্যেকের ভিন্ন ভিন্ন যোগ্যতা ও সৃষ্টিগত স্বভাব ভিন্ন, সুতরাং বিভিন্নজনের উপায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা অন্যকে দেখে হীনমন্যতার শিকার হতে থাকি যে, অমুক এই নেয়ামত পেয়েছে, আমি পাইনি। তো ভাই চিন্তা করুন! তার সৃষ্টিও আলাদা, সুতরাং তার নেয়ামতও আলাদা, আপনার সৃষ্টি অন্য কিছু, আপনাকে আপনার মতো নেয়ামত দেয়া হয়েছে, অন্য ভাষায় এভাবে বলুন! যার ঘর ঢাকায় সে ঢাকার গাড়িতে বসে আছে, যার ঘর চট্টগ্রামে সে চট্টগ্রামের গাড়িতে বসে আছে। এখানে হীনমন্যতার শিকার হওয়ার কি আছে..?
সুতরাং আমাদের উচিত যে, আমরা যেন নিজেদের যোগ্যতা সম্পর্কে অবগত হই, অতঃপর নিজেদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা আর সেই অনুযায়ী প্রচেষ্টা শুরু করা। اِنْ شَآءَ الله সফলতা আমাদের ভাগ্য হবে।
নিজের যোগ্যতা সম্পর্কে অবগত কিছু মহান লোক
কোটি কোটি হানাফিদের ইমাম,
ইমামে আযম আবু হানিফা
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
অনেক বড় ইমাম, তিনি পূর্বে ব্যবসা
করতেন, একদিন ইমাম শাবয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর
সাথে তাঁর সাক্ষাত হলো, ইমাম শাবয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন
ইমাম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মেধা দেখলেন তখন তাঁকে ইলমে দ্বীন অর্জন
করার ও ওলামা কিরামের সংস্পর্শে বসার পরামর্শ দিলেন। ব্যস তখনই ইমাম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ব্যবসা
ছাড়লেন আর ইলমে দ্বীন অর্জনে লিপ্ত হয়ে গেলেন, কিছুদিনের
মধ্যেই তিনি এই মর্যাদায় সমাসিন হয়ে