Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

পাকিস্তান উপাধি লাভে প্রসদ্ধি হলেন আর ইলম আমলে উচ্চ মর্যাদা অর্জন করলেন মুহাদ্দিসে আযম পাকিস্তান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাযার মুবারক পাঞ্জাবের শহর ফয়সালাবাদে অবস্থিত (হায়াতে মুহাদ্দিসে আযম, ৩৩-৩৪ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো যে, যার যেমন স্বভাব, তার তেমনই উপায় অর্জিত হয়ে যায়, সুতরাং আমাদের উচিত যে, আমরা যেনো অপরের সাথে নিজের তুলনা (Comparison) না করি বরং নিজেদের যোগ্যতার ব্যাপারে অবগত হই, এই দুনিয়ায় নিজের আলাদা গুরুত্ব অনুধাবন করা এবং সেই অনুযায়ী সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করা যদি আমরা স্বয়ং নিজেকে চিনে নিই, নিজেদের যোগ্যতা সম্পর্কে জেনে নিই তবে اِنْ شَآءَ الله হীনমন্যতা থেকে বেঁচে যাবো আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করোاٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নেকীর আগ্রহ বৃদ্ধি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, কৃতজ্ঞতা আদায়ের অভ্যাস করা, নেক ও জায়িয কাজের প্রচেষ্টার আগ্রহ পাওয়া, আল্লাহ পাকের ইবাদতের প্রেরণা নিজের অন্তরে জাগ্রত করা, নেকীর উপর অটল ও পিতামাতার আনুগত্য করার আগ্রহ বৃদ্ধি করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আর যেলি হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহন করুন। ১২টি দ্বীনি কাজের মধ্যে সাপ্তাহিক একটি দ্বীনি কাজ হলো এলাকায়ে দাওরা এই দ্বীনি কাজের অসংখ্য উপকারীতা রয়েছে, যেমন; “এলাকায়ে দাওরা এর বরকতে মসজিদ পরিপূর্ণ থাকে, এলাকায় অনেক বেশি দ্বীনি কাজ ছড়িয়ে পড়ে, নতুন নতুন ইসলামী ভাই দ্বীনি পরিবেশের নিকটবর্তী এসে যায়, এলাকায়ে দাওরার বরকতে বেনামাযীর নামাযী হওয়ার সৌভাগ্য নসীব হতে পারে। আমীরে