Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

আপনাকে আল্লাহ পাকে সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্মরন করেছেন ব্যস এটা শুনতেই আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল আর তিনি খালি পায়ে দীদারে মাহবুবের জন্য দৌঁড়ে গেলেন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শহরের বাইরে একটি বৃক্ষের নিচে আরাম করছিলেন, তিনি আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দেখে মুচকি হাসলেন আর ইরশাদ কেেলন: আমি বারবার ডাকার পরও তুমি আসোনি? আল্লামা তাফতাযানী বিনয়ের সাথে বললেন: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমি জানতাম না যে, আপনি আমাকে ডেকেছেন? আপনি তো জানেন আমার দূর্বল স্মরন শক্তির ব্যাপারে, ইয়া রাসূলুল্লা  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমি আপনার দরবারে আরোগ্য লাভের প্রত্যাশী আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফরিয়াদ শুনে দয়ার সাগরে ঢেউ উঠলো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমার মুখ খুলো! আল্লামা তাফতাযানী মুখ খুললেন তখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের থুথু মুবারক তাঁর মুখে নিক্ষেপ করলেন আর দোয়াও করলেন

    দ্বিতীয় দিন যখন আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ক্লাসে পৌঁছলেন তখন তিনি সবকের মাঝখানে ওস্তাদকে কিছু প্রজ্ঞাময় প্রশ্ন করলেন, তাঁর সূক্ষ্ম ইলমী প্রশ্নগুলো শুনে ওস্তাদ সাহেব কাযী শেরাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: হে মাসউদ! আজকে তুমি সেই নেই, যে কাল ছিলে বলো! ঘটনা কি? আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওস্তাদকে পুরো ঘটনা খুলে বললেন, তখন সম্মানীত শিক্ষক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতভম্ব হয়ে গেলেন

(হাফিযা কেইসে মযবুত হো? ১১৯-১২১ পৃষ্ঠা)

    কঠোর পরিশ্রমকারী সৌভাগ্যবানদের উপর অনেক সময় এমন অনুগ্রহও হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে পরিশ্রমী বানিয়ে দাও