Book Name:Musalman Ki Izzat Kijiye
অনায়াসে সেগুলো গণনা করতে পারতো * মেজাজ নরম এবং প্রফুল্ল থাকতো * কঠোরভাবে কথাবার্তা বলতেন না * কাউকে দোষারোপ করতেন না * কৃপণতা করতেন না * কারো দোষত্রুটি অন্বেষণ করতেন না * শুধুমাত্র সেই কথাই বলতেন যা তার পক্ষে সাওয়াব জনক হতো * মুসাফির বা অপরিচিত ব্যক্তির কঠোর প্রশ্নেও তিনি ধৈর্যশীল থাকতেন * কারো কথা কেটে কথা বলতেন না অবশ্য যদি কেউ সীমালংঘন করার উপক্রম হতো তখন তাকে নিষেধ করতেন অথবা সেখান থেকে উঠে চলে যেতেন * সরলতার এই অবস্থা ছিল যে, বসার নির্দিষ্ট কোনো জায়গা রাখতেন না * কখনো মাদুরে আবার কখনো মাটিতেই বিশ্রাম নিতেন * কখনো অট্টহাসি (অর্থাৎ এতোটুকু উচ্চ আওয়াজে হাসা যে অপর লোকেরাও শুনতে পায়) হাসতেন না * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان বলেন তিনি সর্বাধিক মুচকি হাসি দাতা ছিলেন অর্থাৎ উপলক্ষ অনুযায়ী) হযরত আবদুল্লাহ ইবনে হারিস رَضِیَ اللهُ عَنْہُ বলেন, আমি এমন কাউকে দেখিনি যে, আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চেয়ে বেশি মুচকি হাসতো। (ইহতিরামে মুসলিম, পৃষ্টা ২৭-৩০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন সৎ চরিত্র সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দুটি ফরমানে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ করুন: (১) ইরশাদ করেন: প্রতিটি সৎ চরিত্র সদকা সেটা ধনীর সাথে হোক বা গরীবের সাথে। (মাজমাউয যাওয়াইদ,৩/৩৩১, হাদীস: ৪৭৫৪) (২) তিনি ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে। (বুখারি, ২/১৩৬, হাদীস: ২১৩৮) কোরআন ও হাদীসে সাধারণভাবে নিকটাত্মীয় ও আপনজনদের প্রতি সদয় আচরণ করার নির্দেশ রয়েছে। (রদ্দুল মুহতার, ৬৭৮/৯) * সদাচরণের ক্ষেত্রে পিতামাতার মর্যাদা সবার উপরে। (রদ্দুল মুহতার ৬৭৮/৯ ) * সদাচরণের বিভিন্ন রূপ রয়েছে, উপহার আদান-প্রদান,যদি তাদের কিছু সাহায্যের প্রয়োজন হয় তবে তাদের সাহায্য করা, তাদের সালাম দেওয়া, তাদের সাথে