Musalman Ki Izzat Kijiye

Book Name:Musalman Ki Izzat Kijiye

জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভাল ভাল নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো
* বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চাদর প্রদান করলেন:

    হযরত জারীর বিন আব্দুল্লাহ বাজালী رَضِیَ اللهُ عَنْہُ একজন সাহাবীয়ে রাসূল তিনি দশম হিজরীতে রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি অত্যন্ত সুন্দর, সুদর্শন ছিলেন হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: جرير یوسف هذِهِ الْأُمة অর্থাৎ জারীর বিন আব্দুল্লাহ হলো এই উম্মতের ইউসুফ (উসদুল গাবা, খন্ড পৃষ্টা ৫২৯)

    একবার মাক্কী মাদানী মোস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর বরকতময় কক্ষে বিদ্যমান ছিলেন, সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন এমনকি বরকতময় কক্ষটি পূর্ণ হয়ে গেল আর কারও জন্য কোন স্থান অবশিষ্ট রইল না জারীর বিন আবদুল্লাহ আসলেন, কিন্তু কোনো জায়গা না থাকায় তিনি দরজায় বসে গেলেন মাক্কী মাদানী মোস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে দেখে নিজ চাদর মুবারক মুড়ে তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন: জারীর এই চাদরটি বিছিয়ে তার উপর বসো...!

 

    আল্লাহু আকবার! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছ থেকে এমন সম্মান লাভ করা কোন স্বাভাবিক বিষয় নয় অতঃপর সাহাবীয়ে রাসূলের সম্মানবোধ নবীপ্রেম দেখুন, তিনি বরকতময় চাদরটি মাটিতে পড়তে দেননি, লাফ দিয়ে চাদর মোবারকটি হাতে  নিলেন,সেটাকে চুম্বন করলেন এবং উভয় চোখের উপর রেখে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে থাকেন এবং বলতে থাকেন: ইয়া রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক আপনাকে আরও সম্মানিত করুন

    আপনার বরকতময় চাদরের উপর বসার দুঃসাহস আমার নেই, এই বলে তিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাদর তাঁর মহিমান্বিত দরবারে পেশ করলেন