Book Name:Musalman Ki Izzat Kijiye
প্রতিবেশীদের লাঞ্ছিত করা হয় বরং এখন তো ওয়ান ক্লিকের (One Click) ফর্মুলাও চলে এসেছে, মানুষ ঠাট্টা বিদ্রুপের নামে অন্যকে নিয়ে মজা করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে বেচারার মর্যাদা ক্ষুন্ন করে।
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবীদের কাছ থেকে জিজ্ঞাসা করলেনঃ তোমরা কি জানো আল্লাহ পাকের নিকট সুদের চেয়ে বড় গুনাহ কোনটি ? সাহাবায়ে কেরাম আরজ করলেনঃ وَ اللهُ وَ رَسُوْلُهٗ اَعْلَمُ আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: নিঃসন্দেহে আল্লাহ পাকের নিকট মুসলমানের সম্মানহানিকে বৈধ মনে করা সুদের চেয়েও বড় গোনাহ । (শুয়াবুল ঈমান, খন্ড ৫, পৃষ্টা ২৯৮, হাদীস:৬৭১১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশেকানে রাসূল! যখন মহান আল্লাহ পাক এবং তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুসলমানদেরকে এমন সম্মান দান করেছেন, তখন আমাদের উপর কর্তব্য হলো অন্যকে সম্মান করা, তাদেরকে সম্মান মর্যাদা দেয়া এবং কোনো অবস্থাতেই অন্যের আত্মসম্মান লঙ্ঘন না করা। আসুন এ বিষয়ে পবিত্র কোরআনের কিছু শিক্ষা শুনি এবং সেগুলোকে নিজের চরিত্রের অংশ বানানোর চেষ্টা করি।
সূরা হুজুরাতে সামাজিক জীবনের শিষ্টাচার:
সূরা হুজুরাত ২৬ তম পারার একটি সংক্ষিপ্ত সূরা, শুধুমাত্র ২টি রুকু এবং ১৮টি আয়াতের এই ছোট সূরাটিতে অনেকগুলো শিক্ষা দেওয়া হয়েছে, বিশেষ করে মুসলমানদেরকে সামাজিক (অর্থাৎ মিলে মিশে থাকা) জীবনের আদব-কায়দা সম্পর্কে শেখানো হয়েছে। অর্থাৎ আমাদের মুসলিম ভাইদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত, সে আমাদের পিতা-মাতা হোক বা ভাই-বোন, প্রতিবেশী হোক বা স্থানীয় মানুষ, প্রিয়জন হোক বা সম্পূর্ণ অপরিচিত, মোটকথা প্রত্যেক মুসলমান সে পৃথিবীর যেকোন প্রান্তেরই হোক না কেন, যখনই আমরা তার সাথে সাক্ষাৎ করি, তার সাথে আমাদের