Musalman Ki Izzat Kijiye

Book Name:Musalman Ki Izzat Kijiye

    এতে আল্লাহ পাকের শেষ নবী রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اذَا اتَّاكُمْ كَرِيمُ قَوْمٍ فَاكْرَمُوهُ অর্থাৎ  যখন জাতির কোনো সম্মানিত ব্যক্তি তোমাদের কাছে আসবে, তখন তাকে সম্মান কর!

(মাকারিমুল আখলাক পৃষ্টা ৬০-৬১ হাদীস : ৭১)

    হে আশেকানে রাসূল! উৎসর্গ হোন! রাসূলে খোদা, আহমদ মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সেই মনোরম অনন্য আচরনের প্রতি...!! যিনি উভয় জাহানের সর্দার, আল্লাহ পাক যাকে তার প্রিয়তমের মুকুট পরিধান করিয়েছেন, নবীদের ইমাম বানিয়েছেন, এতো  উচ্চ পদে সমাসীন হওয়া সত্ত্বেও, তাঁর ব্যবহার দেখুন, কেমন অতুলনীয়, একজন গোলাম উপস্থিত হয়েছে আর হুযুর  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে তাঁর চাদর মুবারক প্রদান করলেন سُبْحٰنَ الله

প্রত্যেক মুসলমান সম্মানিত:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক মুসলমানকে সম্মান দান করেছেন, সে গরীব হোক বা ধনী, সাদা হোক বা কালো, যার অন্তরে ঈমানের আলো বিদ্যমান রয়েছে, তার মাথায় সম্মানের মুকুটও শোভা পাচ্ছে আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন:

 

وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهِ وَلِلْمُؤْمِنِينَ

(পারা ২৮, সূরা মুনাফিকুন: )

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর সম্মান তো আল্লাহ, তাঁর রাসূল মুমিনদের জন্যই

 

    উপরোক্ত আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, সম্মান মহান আল্লাহর জন্য, তাঁর অনুগ্রহে তাঁর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সম্মানিত এবং তাঁর উসিলায় তার প্রত্যেক গোলাম সম্মানিত। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, উক্ত আয়াত থেকে ৪টি বিষয় প্রতিয়মান হয়: (১) প্রত্যেক মুমিন সম্মানিত, কোন মুসলিম জাতিকে হীন মনে করা বা অসভ্য বলা হারাম। (২) মুমিনের সম্মান ঈমান ও নেক আমল দ্বারা হয়, টাকা ও পয়সা দিয়ে নয়। (৩) মুমিনের সম্মান চিরন্তন, নশ্বর নয়, তাই একজন মুমিনের দেহ ও কবরকেও সম্মান করা হয়। (৪) যে কোন মুমিনকে তুচ্ছ মনে করবে প্রকৃতপক্ষে সে