Musalman Ki Izzat Kijiye

Book Name:Musalman Ki Izzat Kijiye

তো শয়তান অনেক ভালোভাবেই খেলা করে এবং প্রচুর পরিমাণে কটূক্তি দোষারোপের মুসিবতে লিপ্ত করে দেয়

কটুক্তি ও দোষারোপের নিন্দায় দুটি হাদীস:

    হায়! আমরা যেন আল্লাহ তাঁর রাসূল প্রদত্ত শিক্ষা সত্য অন্তরে অনুসরণ করতে পারি...!

    () হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর শেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন, অধিক অভিশাপকারী, অধিক উপহাসকারী কেয়ামতের দিন কোন সাক্ষী বা সুপারিশকারী হবে না 

(মুসলিম,পৃষ্টা ১০০৪, হাদীস:২৫৯৮)

    হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপরোক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন: আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত কেয়ামতের দিন পূর্ববর্তী নবীদের সাক্ষ্য দেবে যে, তাঁরা তাদের উম্মতদের নিকট প্রচারণা করেছেন এবং তারা গোনাহগারদের জন্য সুপারিশকারীও হবেন, কিন্তু যে মুসলমান অভিশাপ উপহাস করতে অভ্যস্ত সে এই দুটি নেয়ামত থেকে বঞ্চিত থাকবে সুতরাং পৃথিবীতে অভিশাপ উপহাসে অভ্যস্ত হয়ো না (মিরআতুল মানাজিহ, খন্ড , পৃষ্টা ৪৫১ )

    () হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: একজন মুমিন বিদ্রূপকারী হয় না, অভিশাপদাতাও হয় না এবং অশ্লীল (অর্থাৎ অহেতুক) কথাবার্তাও বলে না (তিরমিযি,পৃষ্টা ৪৮১ হাদীস:১৯৭৭)

    অশ্লীলতার অর্থ হল: التَّعْبِيرُ عَنِ الْأُمُورِ الْمُسْتَقْبَحَةِ بِالْعِبَارَاتِ الصَّرِيحَةِ অর্থাৎ লজ্জাশীল বিষয়াদি (যেমন নোংরা খারাপ বিষয়াদি) প্রকাশ্য শব্দাবলী দ্বারা উল্লেখ করা (ইহইয়ায়ে উলুমুদ্বীন, খন্ড , পৃষ্টা ১২২)

    উক্ত হাদীসের ব্যাখ্যায় মুফতি সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই দোষগুলো (অর্থাৎ উপহাস করা, অভিশাপ দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা) এগুলো একজন প্রকৃত মুসলমানের মধ্যে থাকে না, নিজের দোষ না দেখা, অন্য মুসলমানদের দোষ অন্বেষণ করা , সবাইকে অভিশাপ ও দোষারোপ করা ইসলামী কানুনের পরিপন্থী। কিছু লোক পশু, বাতাসকে