Book Name:Musalman Ki Izzat Kijiye
(১) শেষ নবী, আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম আরজ করলেনঃ وَ اللهُ وَ رَسُوْلُهٗ اَعْلَمُ অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেনঃ তোমার ভাইয়ের সেই দোষ বর্ণনা করা যা সে উল্লেখ করতে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, সে বিষয়ে আপনার কি ধারণা যে, আমি যা বর্ণনা করি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? ইরশাদ করলেন: তুমি যে ত্রুটি বর্ণনা করেছো যদি তার মধ্যে তা থাকে তবে তা গীবত, আর যদি তার মধ্যে সেই ত্রুটি না থাকে তবে তা অপবাদ। (মুসলিম,পৃষ্টা ১০০২, হাদীস:২৫৮৯) (২) আল্লাহ পাকের শেষ নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: গীবত ব্যভিচারের চেয়েও গুরুতর। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গীবত কিভাবে ব্যভিচারের চেয়েও গুরুতর? তিনি বললেনঃ কোন ব্যক্তি ব্যভিচার করে অতঃপর তাওবা করে, তখন আল্লাহ তার তাওবা কবুল করে নেন আর গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ক্ষমা করে দেয়। (শুয়াবুল ঈমান, খন্ড ৫, পৃষ্টা ৩০৬ হাদীস:৬৭৪১) (৩) আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন আমাকে মেরাজ করানো হয়েছে, তখন আমি এমন লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের তামার নখ ছিল এবং তারা সেই নখ দ্বারা তাদের মুখমন্ডল ও বক্ষ আঁচড়াচ্ছিলো। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল عَلَیْہِ السَّلَام এরা কারা? তিনি বললেনঃ এরা সেসব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করতো এবং তাদের সম্মানহানি করতো। (আবু দাউদ,পৃষ্ঠা: ৭৬৫ হাদীস: ৪৮৭৮) (৩) প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গোশত ভক্ষণ করেছে, কিয়ামতের দিন তার ভাইয়ের সেই গোশত তার কাছে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে, তুমি পৃথিবীতে যেভাবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে, এখন জীবিতের গোশত খাও, তখন সে চিৎকার করে মুখ বিকৃত করে সেগুলো খাবে। (মু'জামুল আওসাত, খন্ড ১, পৃষ্টা ৪৫০, হাদীস:১৬৫৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! গীবত, কুধারণা, অনুসন্ধান এবং মুসলমানদের অন্তরে কষ্ট দেওয়া ইত্যাদি অসংখ্য গুনাহ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য শায়খে তরিক্বত আমীরে