Book Name:Musalman Ki Izzat Kijiye
কারো চোখ বাঁকা হলে তাকে টেরা বলে উপহাস করবে, কারো নাক লম্বা হলে তার নাক নিয়ে উপহাস করবে, কারো ঠোঁট মোটা হলে ঠোঁট নিয়ে ঠাট্টা করবে, কারো পায়ে সমস্যা হলে তাকে খোঁড়া বলে ঠাট্টা করবে এক কথায় সম্মুখস্থ ব্যক্তির আত্মসম্মান ধূলিষ্যাত করে দেয়।
হায় আফসোস! আমাদের অসতর্কতা, আহ! আমাদের এই অবহেলা, আল্লাহর প্রিয় ও সর্বশেষ নবী রাসূলে-হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেনঃ لَا تُمَارِ أَخَاکَ وَلَا تُمَازِحْہُ অর্থাৎ তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো না, তাকে নিয়ে উপহাসও করো না। (তিরমিযি, পৃষ্ঠা- ৪৮৪ হাদিস-১৯৯৫)
পবিত্র হাদিসে পাকে উল্লেখ রয়েছে, নিঃসন্দেহে মানুষকে নিয়ে উপহাসকারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তারপর তাকে ডাকা হবে: এসো! কাছে এসো! যখন সে জান্নাতের কাছাকাছি যাবে তখন দরজা বন্ধ করে দেয়া হবে, এরকম কয়েকবার করা হবে।
(শুয়াবুল ঈমান, খন্ড ৫, পৃষ্টা ৩১১ হাদিস: ৬৭৫৭)
হায়! যে নির্বোধ লোকেরা অন্যের সম্মানবোধের কথা চিন্তা করে না, উপহাস করে এবং অন্যকে লাঞ্ছিত করে আনন্দ উল্লাসে মেতে উঠে, তারা এই বর্ণনাটি বারবার পড়ুন, এটি সম্পর্কে চিন্তা-ভাবনা করুন, একটু ভাবুন! সেই ৫০ হাজার বছর সমপরিমাণ কিয়ামতের দিন, তামার উত্তপ্ত জমিন, অগ্নি বর্ষণকারী সূর্য, সর্বত্র নফসি নফসির পরিস্থিতি, এমন পরিস্থিতিতে কাউকে জান্নাতে ডাকলে তার হৃদয়ে কী রকম আনন্দ অনুভব হবে, সে তার ভাগ্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে কত আশা নিয়ে জান্নাতের দিকে ছুটবে কিন্তু হায়... যখনই সে জান্নাতের নিকটবর্তী হবে তখন দরজা বন্ধ করে দেয়া হবে, একটু ভাবুন তো! কেমন অনুশোচনা হবে তখন, নিমিষেই নিভে যাবে সব আশার প্রদীপ, আনন্দে মাতোয়ারা হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। হায়! এই আক্ষেপ, এই অনুশোচনা কেন হবে? কারণ এই হতভাগা পৃথিবীতে অন্যদের নিয়ে উপহাস করতো, কিয়ামত দিবসে তাকে সেই অসৎ কর্মের প্রতিদান দেয়া হবে।