Book Name:Musalman Ki Izzat Kijiye
তাকে বলা হয় মধু। একইভাবে যখন প্রিয়নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আচল তলে সবাই আশ্রয় নিলো তখন সমস্ত মুসলমান এক হয়ে গেল, হাবশী হোক বা রোমি!
(মিরআতুল মানাজিহ, খন্ড, ৬ পৃষ্টা ৫৫২)
বিদায় হজ্বের সময় আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিনা শরীফে খুতবা দেন। সেই খুতবায় তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ইরশাদ করেন: اَیُّ شَہْرٍ هٰذَا؟ এটা কোন মাস? (এটি বেশ সুস্পষ্ট বিষয় ছিল, হজ্বের মৌসম ছিল আর হজ্ব কেবল যুলহিজ্জাতুল হারামেই করা হয় কিন্তু সাহাবায়ে কেরামদের আদব দেখুন!) সাহাবায়ে কেরাম ভেবেছিলেন সম্ভবত রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই মাসের নাম পরিবর্তন করবেন, তাই তারা বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। প্রিয় নবী, মাক্কী মাদানী মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلَیْسَ ذُوالْحِجَّۃِ؟ এটা কি যিলহজ্জ মাস নয়? সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরজ করলেনঃ কেন নয় (অর্থাৎ হ্যাঁ! যিলহজ্জ মাস)। আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দ্বিতীয় প্রশ্ন করলেনঃ এটা কোন শহর ? (এটাও বেশ সুস্পষ্ট ছিল যে, মক্কা শরীফেই হজ করা হয়, কিন্তু সাহাবায়ে কেরাম এবারও আদব প্রদর্শন করতে গিয়ে বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। প্রিয় নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেনঃ اَلَیْسَ الْبَلَدَۃَ؟ এটা কি মক্কা শহর নয়? সবাই বললেন, কেন নয় (এটা মক্কা শহর)। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তৃতীয় প্রশ্ন করলেনঃ اَیُّ یَوْمٍ ہٰذَا؟ এটা কোন দিন? সাহাবীরা এবারও বিনয়ের স্বরে বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। আল্লাহর রসূল, আহমদে মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, اَلَیْسَ یَوْمَ النَّحْرِ؟ এটা কি কুরবানীর দিন নয়? সবাই আরজ করল: কেন নয় (এটি কুরবানির দিন)। অতঃপর আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেনঃ নিঃসন্দেহে এই দিন, এই শহর এবং এই মাস যেমন পবিত্র ও সম্মানিত, তেমনি তোমাদের রক্ত, তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সম্মান পরস্পরের উপর হারাম।
(বুখারী শরীফ,পৃষ্ঠা : ১০৯২ হাদীস: ৪৪০৬)