Book Name:Musalman Ki Izzat Kijiye
আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত গ্রন্থ গীবতের ধ্বংসলীলা অধ্যায়ন করুন (যেটাতে আপনি গীবতের ১৮ শতাধিক উদাহরণ জানতে পারবেন, কিভাবে গীবতকারী থেকে মুক্তি পাবেন, গীবতের বৈধ রূপ, গীবত থেকে পরিত্রাণের অদ্ভুত উপায়, গীবত সম্পর্কে প্রশ্নোত্তর এবং গীবত সম্পর্কে যথেষ্ট তথ্য) এবং "ইহতিরামে মুসলিম" পুস্তিকাটি পড়ুন! অনুরুপভাবে মাকতাবতুল মদীনার গ্রন্থ সমূহ (১) কষ্ট দিবেন না (২) গুনাহের শাস্তি (৩) কুধারণা (৪) এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ ক্রয় করুন এগুলো পড়ুন এবং দ্বীনি জ্ঞানের ভান্ডার লাভ করুন!
ইসলামীক ইবুক লাইব্রেরির পরিচিতি:
আপনারা উপরোক্ত গ্রন্থগুলো ইসলামিক ইবুক লাইব্রেরি থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ইসলামিক ইবুক লাইব্রেরি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যা অ্যান্ড্রয়েড এবং IOS উভয় ডিভাইসের জন্য প্রযোজ্য। এই অ্যাপলিকেশনে বিভিন্ন ভাষায় ইসলামীক গ্রন্থ পাওয়া যায় এবং যদি কারো বই পড়তে অসুবিধা হয় তাহলে তারা মাকবাতাতুল মদীনা থেকে প্রকাশিত অডিও বুক লাইব্রেরির মাধ্যমে বইগুলো শুনে দ্বীনি জ্ঞান দ্বারা উপকৃত হতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত গ্রন্থ সমূহ বিনামূল্যে ডাউনলোড করা যায়, আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, নিজেও উপকৃত হন এবং অন্যকে উৎসাহিত করুন।
যতই সময় যাচ্ছে মুসলমানদের আমলের অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে, নামাজের চেতনা হ্রাস পাচ্ছে, গুনাহের কুফল সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং এসব পাপের ধ্বংসাত্মক প্রভাব ঘরে ঘরে পৌঁছে আমাদের প্রজন্মের ধ্বংসের কারণ হচ্ছে। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে প্রয়োজন ছিল প্রিয় নবীর উম্মতের প্রতি সহানুভূতিশীল লোকেরা গ্রাম থেকে গ্রামে, শহরে শহরে এবং দেশে দেশে সফর করে মানুষের সংশোধন করা, সেই উদ্দেশ্যকে সামনে রেখে দাওয়াতে ইসলামীর অধীনে মাদানী কাফেলা বিভাগ প্রতিষ্ঠিত করা হয়েছে, اَلْحَمْدُ لِلّٰه মাদানী কাফিলা মজলিস সারা বিশ্বে কল্যাণের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যার মাধ্যমে হাজার হাজার ইসলামী ভাই মাদানী কাফিলার মুসাফির হয়, যার বরকতে অমুসলিমরা ইসলামের নিয়ামত দ্বারা ধন্য হয়,