Book Name:Musalman Ki Izzat Kijiye
পন্থা অবলম্বন করতেন * লোকদের
সংশোধন করতেন *
তিনি উঠতে বসতে সর্বদা আল্লাহ পাকের যিকির করতেন। যখন কোথাও যেতেন
তখন যেখানে জায়গা পেতেন সেখানেই বসে যেতেন এবং অন্যদেরকেও অনুরূপ করার উপদেশ দিতেন
ô সবার অধিকার সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতেন,
তার দরবারে উপস্থিত সকলের অনুভূত হত যে,
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আমাকেই বেশি পছন্দ করেন *
তাঁর দরবারে উপস্থিত লোকদের সাথে ততক্ষণ পর্যন্ত কথোপকথন করতেন যতক্ষণ
না সে নিজে থেকে চলে যায়
*
কারো সাথে করমর্দন করার সময় আগে নিজের হাত সরাতেন না * প্রার্থীকে
(অর্থাৎ ভিক্ষুক কে) দান করতেন *
তাঁর উদারতা ও সচ্চরিত্র সবার জন্য উন্মুক্ত ছিল * তাঁর
বৈঠক ছিল জ্ঞান, সহনশীলতা,
লজ্জা, ধৈর্য ও আস্থার বৈঠক।
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم এর
বৈঠকে কোনো হট্টগোল হতো না এবং কাউকে লাঞ্ছিতও করা হতো না * তার
বৈঠকে যদি কারো কোন প্রকার ভুল ত্রুটি হয়ে যেত তাহলে সেটাকে প্রচার করা হতো না * কারো
প্রতি মনোযোগী হলে পূর্ণ মনোযোগ দিতেন *
তিনি কারো চেহারার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখতেন না * তিনি
কুমারী মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন * সালামের
ক্ষেত্রে অগ্রগামী হতেন *
ছোট শিশুদের কেও সালাম করতেন * যখন
তাকে কেউ আহবান করতো তখন উত্তরে লাব্বাইক অর্থাৎ আমি উপস্থিত বলতেন * উপবিষ্টদের
প্রতি পা প্রসারিত করতেন না *
অধিকাংশ সময় কেবলার দিকে মুখ করে বসতেন * নিজের
স্বার্থে কখনো কারো থেকে প্রতিশোধ নিতেন না * মন্দের
প্রতিশোধ মন্দ দিয়ে নেয়ার পরিবর্তে ক্ষমা করে দিতেন * আল্লাহর পথে জিহাদ করা ব্যতীত কখনো কাউকে নিজের
পবিত্র হাত দ্বারা হত্যা করেননি, না
কোন ক্রীতদাসকে না কোন নারীকে (আপন স্ত্রী প্রমুখ) প্রহার করেছেন * কথাবার্তায়
নম্রতা প্রদর্শন করতেন, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “আল্লাহ পাকের নিকট কিয়ামতের দিন মানুষের
মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যার অশ্লীল কথার কারণে মানুষ তাকে ত্যাগ করে
*
তিনি কথা বলার সময় (এতটুকু ধীরগতিতে বলতেন যে) শব্দ গণনা কারী