Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

হয়, কাউকে হুজ্জাত বলা হয়, কেউ আবার শায়খুল হাদীস হয়ে থাকে অনুরুপভাবে উলামায়ে কেরামের একটি স্তর রয়েছে: আমীরুল মুমিনীন ফিল হাদীস ইলমে হাদীসের সেই আলেম যিনি নিজ যুগের সমস্ত উলামায়ে কিরামগণের মধ্যে সবচেয়ে বেশি হাদীসে পাকের পারদর্শী হন, তাকে আমীরুল মুমিনীন ফিল হাদীস বলা হয় اَلْحَمْدُ لِلّٰه যেমনিভাবে আমাদের প্রিয় আলা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজ যুগে সবার চেয়ে বড় মুফতি, সব চেয়ে বড় মুফাসিসর, উচ্চ পদের সুফি, উচ্চ স্তরের বিজ্ঞানী বড় গণিতবিদ, অনুরুপভাবে ইলমে হাদীসের বিষয়ে তিনি আমীরুল মুমিনীন ফিল হাদীস

মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণী

    সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মোবারক যুগের একজন অনেক বড় মুহাদ্দীস: আল্লামা ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِতিনি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বন্ধুও ছিলেন, ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৪০ বছর হাদীসে পাকের খিদমত করেছেন আর হাদীসে পাকের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব বুখারী শরীফ তার  মুখস্ত ছিলো, উচ্চ পর্যায়ের মুহাদ্দীস ছিলেন

    মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একজন ছাত্র ছিলো: সায়্যিদ মুহাম্মদ আশরাফি মিঞা জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিনিও পরে অনেক বড় মুহাদ্দীস হয়েছেন আর মুহাদ্দীসে আযম হিন্দ বলা হয়েছে

    একবার মুহাদ্দীসে আযম হিন্দ সায়্যিদ মুহাম্মদ আশরাফী মিঞা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজ সম্মানিত ওস্তাদ মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে উপস্থিত হয়ে ছিলেন, তিনি প্রশ্ন করলেন: আলি জা! আপনি আলা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোচনা অধিক করে থাকেন এর কারণ কি? ছাত্রের এই প্রশ্ন শুনে মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ