Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

বৃষ্টিতে কাবা শরীফের তাওয়াফ

    সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বিতীয়বার হজ্জের জন্য যখন মক্কা মুকাররমায় উপস্থিত হলেন তখন সেখানে তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন, অনেক দিন পর্যন্ত শরীর খারাপই ছিলো, মুহাররমুল হারামের শেষের দিনে শরীর সুস্থ্য হলো, তিনি গোসল করলেন, যখন গোসল খানা থেকে বাহিরে তাশরিফ নিয়ে আসলেন তখন দেখলেন: আসমানে মেঘ, তিনি দ্রুত হেরমে পাকে উপস্থিত হলেন, মসজিদে হেরম শরীফ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার হাদীসে পাক স্বরণে আসলো যে, যে ব্যক্তি বৃষ্টিতে তাওয়াফ করে, সেই আল্লাহ পাকের রহমতের মধ্যে সাঁতার কাটে

    ব্যস আপন প্রিয় মওলা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই মোবারক বাণী স্বরণে আসলো তখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অন্তরে ঢেউ উঠলো, বর্ণনাকৃত হাদীসে পাকের ফযীলত অর্জন করার জন্য আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তৎক্ষণাৎ হাজরা আসওয়াদের নিকট উপস্থিত হলেন, হাজরা আসওয়াদকে চুম্বন করলেন আর বৃষ্টিতেই তাওয়াফ করা আরম্ভ করে দিলেন

    اَللهُ اَكْبَرُ! কল্পনা করুন! বৃৃষ্টি বর্ষন হচ্ছে, সেই সময়ের ইমাম, সত্যিকার আশেকে রাসূল, আল্লাহ পাকের প্রেমে বিভোর, কেমন আগ্রহ আবেগের সাথে খানায়ে কাবার চর্তপাশ্বে প্রদক্ষিণ করছেন..? সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাওয়াফের ৭টি চক্কর সম্পন্ন করলেন আর বাসস্থানে তাশরিফ নিয়ে গেলেন

    আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শরীর পূর্বে থেকে খারাপ ছিলো, জ্বর থেকে নিরাময়ই হতেই তিনি হাদীসে পাকের উপর আমল করার জন্য বৃষ্টিতে তাওয়াফ করে নিলেন, অতএব জ্বর পূনরাই ফিরে আসলো। মক্কায়ে মুকাররমার যারা আশেকে রাসূল উলামা