Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
ইলমে হাদীসের পারদর্শীদের জন্য সনদ অনুমোদন
ইলমে হাদীসের একটি নিয়ম যে মুহাদ্দীসগণ নিজ ছাত্রদেরকে কিংবা যাদেরকে হাদীসে পাক বর্ণনা করবে, তাদেরকে হাদীসের সনদের অনুমোদন দেয়। আর এই নিয়ম যে যার এই অনুমোদন অর্জন হয় না, সেই তার হাদীসে পাক নিজ সনদ থেকে বর্ণনা করতে পারবে না। এটি একটি উসূলের বিষয় আর সেই উসূলের ব্যাখ্যা রয়েছে, যা উলামায়ে কিরামগণই ভালো জানেন।
দ্বিতীয় হজ্জের সময় যখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মক্কা মুকাররমায় উপস্থিত হলেন তখন তিনি জানতেন যে হজ্জের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানগন হজ্জের জন্য আসেন, উলামায়ে কিরামেরও একটি বড় ইজতিমা হতো। যখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হজ্জের জন্য গেলেন, সেই সময়ও মিসর থেকে, সিরিয়া থেকে আরো অনেক দেশ থেকে উলামায়ে কিরামগণ হজ্জের জন্য এসেছিলেন।
اَلْحَمْدُ لِلّٰه আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আল্লাহ পাক খ্যাতি দান করেছেন, যখন ঐসব উলামায়ে কেরাম জানতে পারলেন যে আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, শাহ ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাশরিফ নিয়ে আসলেন তখন এই সব উলামায়ে কিরামগণ একত্রিত হয়ে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে উপস্থিত হতে লাগলো, তাদের মধ্যে হতে অনেক উলামা ছিলো যারা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে ইলমে দ্বীনের কতিপয় কঠিন মাসআলা বুঝে নিয়েছে, অনেক এমন ছিলো যারা কতিপয় জ্ঞান লাভ করেছে। আর সেই সময় বড় বড় মুহাদ্দীসের একটি সংখ্যা ছিলো যারা সেই সময় আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে হাদীসের সনদ অনুমোদনও লাভ করেছেন।