Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জ্ঞানের দিক দিয়ে, বিষয়ের দিক দিয়ে আমীরুল মুমিনীন ফিল হাদীস আর এই উপাধি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে সেই যোগের মুহাদ্দীসগণ দিয়ে ছিলেন এখন আসুন! এটা দেখি যে হাদীস পড়া, হাদীস আয়ত্ব করা অন্যের নিকট পৌঁছানোর ব্যাপারে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ধরণ কেমন ছিলো?

আলা হযরত হাদীসে পাকের কতটি কিতাব পড়েছেন?

    একবার সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করা হলো: আপনি হাদীসে পাকের কোন কোন কিতাব পড়েছেন, পড়িয়েছেন? এর উত্তরে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রথমে তো ইলমে হাদীসের কয়েকটি কিতাবের নাম গণনা করিয়েছেন, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমীযি, নাসায়ী, ইবনে মাজাহ, এভাবে ৩১টি কিতাবের নাম গণনা করানোর পর বললেন: (এগুলো এগুলোসহ) ইলমে হাদীসের ৫০টিরও বেশি কিতাব আমার পড়া, পড়ানো অধ্যয়নে রয়েছে

(ইযহারুল হক্কুল জলী, ৪০ পৃষ্ঠা)

    سُبْحٰنَ الله! ৫০টিরও বেশি কিতাব আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পড়া, পড়ানো ও অধ্যয়নে রয়েছে। হয়তো ভাবছেন যে, শুধু ৫০টি কিতাব..! যদি এ কিতাবগুলোর বিস্তারিত জানা যায় তবে এগুলো, শুধু নয়, ৫০টি কিতাবের অর্থ: হাজার হাজার পৃষ্ঠা আর লাখ লাখ হাদীস। সেগুলোর মধ্যে হতে কেবল * বুখারী শরীফের: ১ হাজার ৮২৩ পৃষ্ঠা আর এর মধ্যে হাদীস রয়েছে: ৭ হাজার ৫৬৩টি * মুসলিম শরীফের: ১ হাজার ১৫৭পৃষ্ঠা, এর মধ্যে হাদীস শরীফ ৩ হাজার ৩৩টি * আবু দাউদে: ৮২০ পৃষ্ঠা, হাদীস: ৫ হাজার ২৭৩টি * তিরমীযির ৮৮৪ পৃষ্ঠা, হাদীসের সংখ্যা ৩