Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

হাজার ৯৫৮টি * নাসায়ীর ৯০৫ পৃষ্ঠা, হাদীসের সংখ্যা হচ্ছে হাজার ৭৬৯টি * ইবনে মাজাতে: ৭০৫ পৃষ্ঠা এর মধ্যে হাদীসের সংখ্যা হাজার ৩৪১টি

    অনুরুপ ৫০টি কিতাবের মধ্যে হতে কেবল ২০টি কিতাবের খন্ড, এগুলোর পৃষ্ঠা সমূহ এর মধ্যে উল্লেখিত হাদীসের সংখ্যা দেওয়া হলো তো সর্বমোট: ৪৯ খন্ড হয়েছে, সেগুলোর সর্বোমোট ২৯ হাজার ৯০৩ পৃষ্ঠা আর এর মধ্যে সর্বমোট হাদীস: লাখ ৩৪ হাজার ৮১১টি 

    এগুলো এখন হাদীসে পাকের কেবল ২০টি কিতাবের বিশদ বিবরন আর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অধ্যয়নের মধ্যে কতগুলো কিতাব রয়েছে? ৫০টিরও বেশি যদি সেই সমস্ত কিতাবের প্রতি দৃষ্টি দেয়া হয় তবে অনুমান করে নিন! এগুলো কত হাজার পৃষ্ঠা হবে, কত লাখ হাদীস হবে যা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অধ্যপনা অধ্যয়নের অন্তর্ভূক্ত ছিলো

    অতঃপর এখানে এই মাদানী ফুলও মনে রাখুন যে, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেহেতু একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন?সুতরাং সার্ভিকভাবে বললেন: ৫০টিরও বেশি কিতাব। এ বেশি দ্বারা উদ্দেশ্য কি? ৫৫টি কিতাব, ৬০টি, ৭০টি, ৫০টির কত বেশি কিতাব? এই ব্যাপারে গবেষণা করা হয়েছে, কতিপয় আশেকানে আলা হযরত উলামায়ে কিরামগণ ৪ বছর প্ররিশ্রম করেছেন, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর লিখিত ৩৫০টি কিতাব একত্রিত করলেন, তারা পড়লেন, সেই ৩৫০টি কিতাবে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যত হাদীসে পাক উদ্ধৃত করেছেন, সে হাদীসে পাকগুলো আলাদা করলেন তখন এগুলো সর্বমোট ১০ হাজার হাদীস একত্রিত হয়ে গেলো, অতঃপর হাদীসে পাক গুলোর মূল কিতাবে সে সব হাদীস অন্বেষন করা হলো তখন বুঝা গেলো যে আলা