Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

দেখে এই দোয়া পাঠ করলেন আর মনের মধ্যে প্রশান্তি হয়ে গেলো

    এই ঘটনার ১৬ বছর অতিবাহিত হয়ে গলো, ঠিক ১৬ বছর পর একজন বিশেষজ্ঞ ডাক্তারের সামনে এই বিষয়ের আলোচনা করা হলো, সেই চোখ (Check up)  সেক-আপ করলো আর সম্পূর্ণ নিশ্চিতভাবে বলে দিলেন: বছর পর আসলেই চোখে ছানি আসবে কিন্তু কুরবান হয়ে যান! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বললেন: আমার নিকট আমার প্রিয় রাসূল হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর বানীর উপর এত কাঁচা বিশ্বাস নয় যে ডাক্তার বলার ফলে আল্লাহর পানাহ! আমার ঈমান নড়ে যাবে اَلْحَمْدُ لِلّٰه! কি ২০ বছর এখন ৩০ বছর থেকেও বেশি সময় অতিবাহিত হয়ে গেলো, না আমি কিতাব পড়া কমিয়েছি, না চোখে কোন ধরণের কষ্ট হলো

(মলফুযাতে আলা হযরত, ৭০-৭১, পৃষ্ঠা)

 

আপনে দিল কা হে উনহে ছে আরাম,   ছুপে হে আপনে উনহে কো সব কাম,

লু লাগে হে কেহ আব উস দর কে      গোলাম চারা দরদে রযা করতে তে হেঁ

    প্রিয় ইসলামী ভাইয়েরাআপনারা শুনলেন যে, আলা হযরত, ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আপন প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বানীর উপর কেমন পাকাপোকÍ বিশ্বাষ ছিলো, আল্লাহ পাক লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমাদেরও দৃঢ় বিশ্বাস নসিব করুন আমিন

রযার জীবনী থেকে ২টি গুরুত্ব্পূর্ণ শিক্ষা

    হে আশেকানে রাসূল! আমরা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র জীবনীর কতিপয় দিক শুনার সৌভাগ্য অর্জন করলাম, আজকের বয়ানে বিশেষ করে ২টি শিক্ষা আমারা পেলাম:

(): হাদীস সমূহ পড়া, আয়ত্ব করা আর বুঝার আগ্রহ