Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
এই জন্য আলা হযরতের আলা হযরত হওয়াটাই এই বিষয় প্রমাণ করে যে তিনি ইলমে হাদীসের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা রাখতেন। আর আমরা যখন আলা হযরতের জীবনী পড়ি তখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আসলেই হাদীসের ক্ষেত্রে দক্ষ আলেম দৃষ্টিগোচর হয়।
আলা হযরতের জীবনি ও ইলমে হাদীসের তিনটি দিক
যদি আমরা এই বিষয়ের প্রতি চিন্তা করি যে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে হাদীসের মধ্যে কেমন দক্ষতা রাখতেন তাহলে মৌলিকভাবে আলা হযরতের ৩টি দিক আমাদের সামনে আসে:
(১): জ্ঞান ও বিষয়ের দিক থেকে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে হাদীসের মধ্যে কেমন পারদর্শী ছিলেন? অর্থাৎ হাদীসে পাকের যে স্তর রয়েছে, হাদীসে পাকের বিভিন্ন প্রকার উলামায়ে কেরামগণ নির্ধারণ করেছে, সেই স্তর ও প্রকারগুলোকে বুঝাতে হাদীসে পাকের অর্থ ও সরাংশ বুঝাতে, হাদীসে পাক থেকে জ্ঞানের বিষয় বের করার ক্ষেত্রে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেমন পারদর্শী ছিলেন? (২) হাদীস সমূহ পড়ার ক্ষেত্রে, হাদীস আয়ত্ব করতে, স্বরণ রাখতে ও অন্যের নিকট পৌঁছাতে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ধরণ কেমন ছিলো? (৩)তৃতীয় দিক এটাই যে, হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীস সমূহের উপর আমল করার ক্ষেত্রে আ লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেমন ছিলেন? আসুন! এ তিনটি দিককে সামনে রেখে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র জীবনি শ্রবণ করি।
(১): ইলসে হাদীসের ক্ষেত্রে জ্ঞান ও বিষয়ের পারদর্শীতা
ঐ সব উলামাগণ যারা আসলেই ইলমে হাদীস শিখেছে, হাদীস সমূহ বুঝেছে, আয়ত্ব করেছে আর তার মধ্যে পারদর্শীতা অর্জন করেছে, সেই সব উলামাগণের বিভিন্ন পদমর্যাদা ও স্তর রয়েছে, কাউকে মুহাদ্দীস বলা হয়, কাউকে হাফেযুল হাদীস বলা