Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
সৌভাগ্য অর্জন করছি। প্রথমে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী ২টি লক্ষ্য করুন: (১) যে ব্যক্তি দ্বীনি বিষয় সম্পর্কে ৪০টি হাদীস আয়ত্ব করে আমার উম্মত পর্যন্ত পৌছে দিবে আল্লাহ পাক (কিয়ামতের দিন) তাকে এ মর্যাদা সহকারে উঠাবে যে, সেই ফকিহ হবে আর আমি কিয়ামতের দিন তার সুপারিশ করবো এবং তার জন্য সাক্ষ্য দিবো। (মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ইলম, ৩য় পরিচ্ছেধ, ১/৬৮ হাদীস, ২৫৮) (২) ইরশাদ করলেন: আল্লাহ পাক তাকে সতেজ রাখুক, যে আমার হাদীস শুনে স্বরণ রাখলো আর তা অন্যের নিকট পৌছে দেয়। (তিরমিযী, কিতাবুল ইলম, ৪/২৯৮, হাদীস: ২৬৬৫) * হাদীস হচ্ছে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কথা, কাজ, অবস্থা ও বক্তব্যকে বলা হয়। (নুযহাতুল ক্বারী, ১/৮৭) * এ ইলম অর্জন করা ফরযে কিফায়া যদি সমস্ত উম্মতের মধ্যে এর আমল কারি পাওয়া না যায় তাহলে সমস্ত উম্মত গুনাহগার হবে। (নিসাবে উসূলে হাদীস, ২৮) * কুরআনের ন্যয় হাদীসে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও আহকামে শরীয়তের ভিত্তি রাখে।
(ঘোষণা)
হাদীসে পাক সম্পর্কে বাকী সুক্ষ্ণতা তরবিয়তী হালকায় বর্ননা করা হবে, সুতরাং সে গুলো জানার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশ গ্রহন করুন।
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ