Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

কুরআন হাদীস দ্বারা দলিল নিয়ে আসো? আলা হযরত সেই প্রশ্নের ঈমান উদ্দীপক উত্তর লিখলেন আর ১০০টি হাদীসে পাক দ্বারা প্রামাণ করলেন যে আল্লাহ পাকের দয়ায় আমাদের নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত নবীদের সরদার

    * ফেরেশতাদের সৃষ্টি কিভাবে হলো?এই বিষয়ের উপর কথা বলতে গিয়ে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ২৪টি হাদীসে পাক উদ্ধৃত করেছেন * আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের দিন সুপারিশ করবেন, বিষয়ের উপর কথা বলতে গিয়ে আলা হযরত ৪০টি হাদীসে পাক উদ্ধৃত করেন * দাড়ির প্রয়োজনীয়তা গুরুত্বের উপর ৫৬টি হাদীস * মাতা-পিতার হক সম্পর্কে ৯১টি হাদীস * এভাবে আরো অগনিত বিষয়ের উপর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অসংখ্য হাদীস উদ্ধৃত করেছেন * হাদীসগুলো থেকে মাসআলা সংগ্রহ করতেন, হাদীসগুলোর অর্থ বর্ণনা করতেন, আর এটা নয় যে কেবল হাদীস বর্ণনা করে দিতেন বরং তিনি যখন হাদীসে পাক বর্ননা করতেন আর সাথে সাথেই সেই হাদীসের রেফারেন্সও লিখে দিতেন

(ফয়যানে আলা হযরত, ৪৮৫-৪৮৭ পৃষ্ঠা)

(): আলা হযরত হাদীসের উপর আমলের ধরণ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! আমাদের প্রিয় আলা হযরত, ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে হাদীসে কেমন উচ্চ পারদর্শী ছিলেন, হাদীস পড়া, আয়ত্ব করা অন্যের নিকট পৌঁছানোর কেমন আগ্রহ রাখতেন, আল্লাহ পাক আমাদেরকেও আলা হযরতের দয়া নসিব করুন আমিন

    এখন আসুন! এটা শুনুন যে হাদীসে পাকের উপর আমল করা সম্পর্কে আলা হযরতের ধরণ কেমন ছিলো?