Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

হামিদ মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে হাদীস শুনালেন (জামিউল হাদীস, ১৯, ৪০৫ পৃষ্ঠা, হাদীস: ১৪৯২২

    سُبْحٰنَ الله! এটা হচ্ছে: ইলমে দ্বীনের উৎসুক এটা হচ্ছে: ইলমে হাদীসের উৎসুক কেবল একটি হাদীস শিখার জন্য হযরত আবুল আব্বাস মুস্তাগফিরী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাড়ি ঘর ত্যাগ করলেন, পূর্বের যুগে সফর করা অনেক কষ্ট হতো, এতদসত্ত্বেও মিসর পৌছলেন, অতঃপর পূরো বছর রোযা রাখলেন, তখন একটি হাদীসে পাক শিখার সৌভাগ্য অর্জন করলেন

    হে আশেকানে রাসূল! আমাদেরও উচিত যে, হাদীস পড়া, হাদীস শোনা, হাদীস শিখা, সেগুলো আয়ত্ব করা, হাদীস সমূহ বুঝা এবং চেষ্টা করে অন্যের নিকট পৌঁছানোরও সৌভাগ্য অর্জন করা তবে হ্যা! মনে রাখবেন! হাদীসে পাক সঠিকভাবে বুঝা আর তা থেকে মাসআলা বের করা পারদর্শী উলামাগণের কাজ, আমরা কেবল আশেকানে উলামগণের পিঁছে পিঁছে চলব আজ কাল অনেক নির্বোধ তার অসম্পূর্ণ জ্ঞান দ্বারা কুরআনের আয়াত হাদীসের ব্যখ্যা করতে থাকে, এটা অনেক ক্ষতিকারক বিষয় হাদীসে পাকে রয়েছে: مَنْ یَّقُلْ عَلَیَّ مَا لَمْ اَقُلْ فَلْیَتَبَوَّءْ مَقْعَدَہٗ مِنَ النَّار যে ব্যক্তি আমার প্রতি এই কথার সম্পর্ক করলো যা আমি বলিনি, তবে সেই তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিলো (বুখারী, কিতাবুল ইলম, ১০২, হাদীস:১০৯)

হাদীস সমূহ পড়া বুঝার সহজ মাধ্যম

    * اَلْحَمْدُ لِلّٰه! দাওয়াতে ইসলামী শহরে শহরে জামিয়াতুল মদীনা বানিয়ে দিয়েছে, সময় বের করে নিন! দরসে নেজামী অর্থাৎ আলেম কোর্সে ভর্তি হয়ে যান! * ফয়যানে অনলাইন একাডেমির মাধ্যমে অনলাইন দরসে নাজামী করে নিন। * اَلْحَمْدُ لِلّٰه! দাওয়াতে ইসলামীর ইলমী ও গবেষনা বিভাগ (ইসলামীক রিসার্চ সেন্টার)