Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

ছিলেন, তারা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি অনেক ভক্তি রাখতেন, যখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দ্বিতীয়বার জ্বর হলো তখন তারা ব্যথিত হলেন, এক আশেকে রাসূল আলেমে দ্বীন ভারাক্রান্ত অবস্থায় বললেন: একটি দূর্বল হাদীসের উপর আমল করার জন্য আপনি আপনার শরীরের এই অসর্তকতা করলেন?

    দূর্বল হাদীস মুহাদ্দীসগণের একটি পরিভাষা, দুর্বল হাদীসও নবীর বানী কিন্তু সেটাকে রেওয়াতকারী রাবীর মধ্যে কিছু শর্তের ঘাটতি রয়েছে সুতরাং! ঐসব আলেম সাহেব বললেন বৃষ্টির মধ্যে তাওয়াফের ফযীলত সম্পন্ন হাদীস দূর্বল আর আপনি দূর্বল হাদীসের উপর আমল করার জন্য নিজের স্বস্থ্যের খিয়াল রাখেননি? আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যা উত্তর দিলেন, তা হৃদয়ের কান দিয়ে শুনুন! বললেন: হাদীস দূর্বল কিন্তু اَلْحَمْدُ لِلّٰه আশা তো দৃঢ় (মলফুযাতে আলা হযরত, ২০৯ পৃষ্ঠা)

    অর্থাত হাদীস দূর্বল তবে এর এটাই উদ্দেশ্য যে, হাদীসের রাবীর মধ্যে শর্তসমূহ পরিপূর্ন নয় কিন্তু এটা তো হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরই বাণী, আর আমি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বানীর উপর আমল করেছি, আমার আল্লাহ পাকের রহমতের উপর দৃঢ় বিশ্বাস যে আল্লাহ পাক আমার নিয়্যতের প্রতিদান আমাকে অবশ্যই দান করবেন

মুসিবতগ্রস্তকে দেখে পাঠ করার দোয়া

    ১৩০০ হিজরীর কথা, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মোবারক বয়স সেই সময় ২৭ বছর কয়েক মাস  ছিলো, গরমের মৌসম ছিলো, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কিছু জ্ঞানের বিশ্লেষণের জন্য ছোট্ট শব্দে লিখিত কিতাব ধারাবাহিক দেখতে হতো, সেই ধারাবাহিক প্ররিশ্রমের কারণে চোখের উপর কিছু প্রভাব পড়লো, একদিন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমের কাজে ব্যস্ত ছিলেন, দুপুরের সময় তাঁর গরম অনুভব হলো তখন গোসল করলেন,