Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

সম্পৃক্ত হয়ে যান, ১২ দ্বীনি কাজের মধ্যে খুববেশি আগ্রসর হয়ে অংশ গ্রহণ করুন, নেক আমলের রিসালা পূর্ণ করুন আর প্রত্যেক মাসে নিয়ম অনুযায়ী আপনার যিম্মাদারকে জমা করার অভ্যাস গড়ে তুলুন! اِنْ شَآءَ الله! দ্বীন দুনিয়ার অগণিত কল্যাণ নসিব হবে শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাতের প্রদত্ত ৭২ নেক আমলের মধ্যে হতে একটি নেক আমল নম্বর ১২ এটা যে, আপনি কি আজ আলা হযরত কিংবা মাকতাবাতুল মদীনার কোন কিতাব বা রিসালা ফয়যানে মদীনা কমপক্ষে ১২ মিনিট পড়ছেন কিংবা শুনছেন? এটা কি সুন্দর নেক আমল যখন আমরা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিতাব পড়বো তাহলে আলা হযরতের ভালোবাসা আমাদের অন্তরে আরো বৃদ্ধি পাবে আর অন্যান্য কিতাব পড়ার কারণে আমাদের মাঝে ইলমে দ্বীনও বৃদ্ধি পাবে আপনিও নিয়্যত করুন যে, নিজেও নেক আমলের রিসালা পূরণ করবো আর অন্যকেও এর উৎসাহিত করবো

সপ্তাহিক ইজতিমা বিভাগ

    দেশ বিদেশে দাওয়াতে ইসলামীর সংগঠিত অসংখ্য সপ্তাহিক ইজতিমায় প্রত্যেক সপ্তাহে হাজারো আশেকানে রাসূল একত্রিত হয়ে ইলমে দ্বীন অর্জন করেন, সুন্নাত আদব শিখে, মুসলমানদের নৈকট্যের বরকত অর্জন করে, আল্লাহ পাকের ঘরে রাতে ইতিকাফ করে সাওয়াবের ভান্ডার অর্জন করে, অনেকে নেক আমলেরউপর আমল করার সৌভাগ্য পায়, ইজতিমার শেষে কাফেলার মুসাফির হয়

    এই সপ্তাহিক ইজতিমার জন্য একটি বিভাগের নাম সপ্তাহিক ইজতিমা বিভাগপ্রতিষ্ঠিত। যেটার কাজ সমূহের মধ্যে শুরাকাদের ইজতিমার সংখ্যা বৃদ্ধি করা, সপ্তাহিক ইজতিমার ধরণকে শরয়ী ও তানযিমী নিয়ম অনুযায়ী চলানো। কারী ও নাত পড়ুওয়া এবং মুবাল্লিগের উপস্থাপিত হওয়ার সময়সূচী বানানো।