Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
মোট কথা: আজ-কাল হাদীস পড়া, বুঝার অনেক মাধ্যম বিদ্যমান, যদি আমরা মন মানসিকতা সৃষ্টি করি তাহলে অনেক পথ বের হতে পারে, ব্যস কেবল অন্তরে ইচ্ছা পোষণ করা প্রয়োজন। হাদীসে পাকে রয়েছে, আমাদরে প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আল্লাহ পাক ঐ ব্যক্তিকে সতেজ রাখুক, যে আমার হাদীস শুনে, সেটাকে অন্যের নিকট পৌছিয়ে দেয়। (আবু দাউদ, কিতাব, আল ইলম, ৫৮০ পৃষ্ঠা, হাদীস: ৩৬৬০)
হযরত যাকারিয়া বিন আদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত আব্দুল্লাহ বিন মোবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওফাতের পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম: مَافَعَلَ اللهُ بِکَ আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করেছে? তিনি উত্তর দিলেন: হাদীস অম্বেষণের জন্য সফর করার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। (তারিখে মদীনা দামেষ্ক, ৩২ খন্ড, ৪৮৪ পৃষ্ঠা)
হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর উপর বিশ্বাস রাখা ঈমান প্রাণ
প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বিতীয় মাদানী ফুল যেটা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনী থেকে শিক্ষা পেলাম, সেটাই: হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা।
এটা তো আমাদের ঈমানের দাবি বরং ঈমানের মূল ভিত্তি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ঈমানের বাস্তবতা হচ্ছে: আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখা। আরো বলেন: সত্য কথা জিজ্ঞাসা করলে তো ঈমানের প্রাণ তো এটা যে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর উপর আপন ইন্দ্রিয় (চোখ, কান, জ্ঞান ইত্যাদি) থেকে বেশি বিশ্বাস থাকতে হবে, যদি আমরা চোখে দেখি যে এখন দিন আর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলছেন যে এখন রাত তাহলে আমাদের চোখ মিথ্যা আর নবী করীম صَلَّی