Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

    হে আশেকানে রাসূল! অনুমান করুন! আরবের বড় বড় উলামা, মুহাদ্দীসগণ আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে হাদীসের সনদ অনুমোদন লাভ করেছে, হয়তো সব বড় বড় মুহাদ্দীসগণ মুখের ভাষায় এটাই ঘোষাণা করতেছে যে আজকের যুগে সেই মহান ব্যক্তিত্ব যাকে আমীরুল মুমিনীন ফিল হাদীসের উপাধী দেওয়া যাবে, তিনিই আলা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ

পিলিভেত ঘন্টার বয়ান

    ১৩০৩ হিজরীতে মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পিলিভেত মাদরাসাতুল হাদীস স্থাপন করলেন, এরি প্রেক্ষিতে মুহাদ্দীস সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দেশের বড় বড় উলামায়ে কিরামগণকে দাওয়াত দিলেন, আশিমুশান ইজতিমার আয়োজন করা হলো, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাশরিফ আনলেন, মুহাদ্দীস সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে বয়ান করার অনুরুদ করলেন, অতঃপর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মঞ্চে তাশরিফ নিলেন আর নিজ দেশের বড় বড় উলামা, মুহাদ্দীস, ফকিহগণের উপস্থিতে ইলমে হাদীসের উপর তিন ঘন্টা বয়ান করলেন লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  ইলমে হাদীসের উপর সুদৃঢ় সূক্ষ্ম জ্ঞান বর্ণনা করছেন আর তাঁরা শ্রবণ করে ইজতিমায় বিদ্যমান বড় বড় উলামাগণ আশ্চর্য হতে থাকে, যখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়ান শেষ হয়ে গেলো তখন মুহাদ্দীস সাহারান পূরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ছেলে উঠলো আর সামনে আগ্রসর হয়ে সাথে সাথে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাতে চুম্বন করলো (জামিউল আহাদীস, খন্ড, ৪০৮-৪০৭) হয়তো এই অবস্থাটায় এটা ঘোষাণা করছে:

() লা হযরত হাদীসে পাকের অধ্যয়ন

    হে আশেকানে রাসূল! এটা তো ছিলো আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জ্ঞান ও বিষয়ের দিক দিয়ে ইলমে হাদীসের পারদর্শীতা যে,