Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য। আমাদের চোখ হাজার বার ভূল করতে পারে কিন্তু তার বাণী কখনো ভূল হতে পারে না।
(তাফসিরে নাঈমী, পারা, ১, বাক্বারা আয়াত: ৩, খন্ড ১, ১২৮ পৃষ্ঠা)
ইলমে হাদীসের অনেক বড় ঈমাম ইমাম নববী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার দামেস্কের একজন বড় মুহাদ্দীস সাহেবের খিদমতে উপস্থিত হলেন আর তার থেকে হাদীস শিখতে থাকেন, এই মুহাদ্দীস সাহেব মুখে কাপড় দিয়ে দরস দিতেন, ঈমাম নববী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক দিন ধরে তার কাছ থেকে হাদীসে পাক পড়তে থাকেন, একদিন তিনি ঈমাম নববী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে তার চেহরা থেকে কাপড় সরিয়ে দিলেন, দেখলেন যে তার মুখ গাদার মত। ঐ মুহাদ্দীস সাহেব ঈমাম নববী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে নসিহত করতে গিয়ে বললেন: আমি হাদীসে পাক পড়লাম যে, যে ব্যক্তি ঈমামের পূর্বে মাথা উঠিয়ে নেয়, সেই কি ভয় করে না যে আল্লাহ পাক তার মাথা গাদার মত করে দিবে। (মুসলীম, কিতাব আস সলাত, ১৬৭ পৃষ্ঠা, হাদীস: ৪২৭) মুহাদ্দীস সাহেব বলেন: এই হাদীসে পাক আমার বুঝে অসেনি, আমি জেনে বুঝে ঈমামের পূর্বে (অর্থাৎ রুকু ও সিজদাতে ঈমামের পূর্বে মাথা উঠিয়ে নিলাম) তখন আমার চেহরা এমন হয়ে গেলো যেমনি তুমি দেখছো।
(বাহারে শরীয়ত, ১ অধ্যয়, ৫৬০ পৃষ্ঠা, ৩ খন্ড)
আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ন ঈমান নসীব করুন, হাদীস পড়ার, শোনার, শিখার, বুঝার আগ্রহ দান করুন এবং হাদীসে পাকের উপর পূর্ন্য বিশ্বাষ রাখার তাওফিক দান করুন, আমিন।
নেক আমল নম্বর ১২ এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! ফয়যানে আলা হযরত পাওয়া, ইলমে দ্বীন শিখা, আমলের উৎসাহ সৃষ্টি করার জন্য আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে