Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নৌকা কিনারায় কিভাবে থামলো....? (কারামাতে আলা হযরত)

    সদরুশ শরীয়া মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি বাহারে শরীয়তের লেখক, তাঁর বর্ণনা একদিন আমরা আলা হযরতের দরবারে উপস্থিত ছিলাম আর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে হাদীসের দরস নিচ্ছিলাম

    سُبْحٰنَ الله! কেমন জ্ঞানগর্ব, উৎসাহ ও উদ্দীপনা, ইশকে রাসূল সম্পন্ন পরিবেশ হবে হাদীসের দরস দাতা আলা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আর দরস শ্রবণকারীরা কে? প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও তাঁর অন্যান্য সঙ্গীরা। সৈয়্যদী আলা হযরতের অভ্যাস ছিলো যে তিনি হাদীস শরীফ পড়ানোর সময় কোন দিকে মনযোগ দিতেন না, সম্পূর্ণ মনযোগের সাথে, অযুসহকারে বসে, হাদীসে পাকের গুরুত্ব অন্তরে ধারণ করে নিষ্ঠা ও আগ্রহের সাথে হাদীসে পাক পড়াতেন। মুফতি আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনা: আজ (যখন আমরা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে হাদীসের দরস নিচ্ছিলাস, বড়ই আশ্চর্যের বিষয়;) আলা হযরতের অভ্যাসের বিপরিত হাদীসের দরসের মাঝখানে আসন থেকে উঠে কোথায়