Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

হঠাৎ বাতাসের গতি চলতে লাগলো, যার ফলে সমুদ্রের ঢেউ প্রবল বেগে আসছে, আমাদের নৌকা দোলতে লাগলো, নৌকা ডুবে যাওয়ার উপক্রম ছিলো আর আমরা ডুবে মারা যেতাম, সেই সময় আমরা দোয়ার জন্য হাত উঠালাম, আল্লাহ পাকের দরবারে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উসিলা দিয়ে দোয়া করলাম: ইয়া আল্লাহ পাক! আলা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমাদের তুফান থেকে মুক্তি দান করুন এরই সাথে আমরা মান্নাতও করলাম

    ব্যস প্রার্থনা করতে দেরি, আমাদের উপর দয়া হয়ে গেলো এক ব্যক্তি প্রকাশিত হলো, সেই ব্যক্তি নৌকা ধরলো আর টেনে কিনারায় পৌঁছে দিলো اَلْحَمْدُ لِلّٰه আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ডুবে যাওয়া থেকে রক্ষা করলেন আর যা আমরা মান্নাত করেছিলাম, আজ সেই মান্নাত পূর্ণ করার জন্য উপস্থিত হলাম

(হায়াতে আলা হযরত, খন্ড, ২৫৫ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ২৫ সফরুল মুযাফফর আশিকদের ইমাম, আশেকদের গৌরব, মর্যাদা, মহত্ব, নবী প্রেমীকদের পরিচয়, আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরসের দিন اَلْحَمْدُ لِلّٰه! বিশ্বব্যাপি আশেকানে রাসূল আনন্দ উল্লাসে, ধুম-ধামের সাথে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র ওরস উদযাপন করে থাকেন

    আজ আমরা اِنْ شَآءَ الله! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোচনা করা শুনার সৌভাগ্য আর্জন করবো আজ বয়ানের বিষয় হচ্ছে আলা হযরত ইলমে হাদীস