Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

ফয়জানে গাউস খাজা আহমদ রযা হে

আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীস প্রসার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা ছিলো আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাদীসে পাকের ভালোবাসা, হাদীস পড়ার আগ্রহ উদ্দীপনা নিংসন্দেহে হাদীস পড়া, তা বুঝা বড় দুর্দান্ত বিষয়, আর এরচেয়ে বড় দুর্দান্ত হলো: হাদীসে পাক আয়ত্ব করা, তা অন্যের নিকট পৌঁছানো اَلْحَمْدُ لِلّٰه আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীস পড়তেনও, সেগুলো আয়ত্বও করতেন এবং অন্যের নিকট পৌঁছাতেনও তাঁর স্বাভাবের মধ্যে এটাও ছিলো যে নিজ কথোপকথনে হাদীসে পাক আবৃত্তি করতেন, তিনি যা বলতেন তা কুরআনের আয়াত কিংবা হাদীস দ্বারা প্রমাণ করতেন, তাঁর নিকট কোন প্রশ্ন করা হলে তার উত্তরে অধিক হাদীস উল্লেখ করতেন, সেগুলো অর্থ বলতেন, হাদীসগুলোর ব্যখ্যা করতেন

    * আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে প্রশ্ন করা হলো: তাযিমে সিজদা (অর্থাৎ কাউকে আল্লাহ মনে করে নয় বরং তাকে বান্দা মনে করে কেবল তার সম্মানার্থে তাকে সিজদা করা) কি জায়েয নাকি নাজায়েয? আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কুরআনের আয়াত ও ৪০টি হাদীসের আলোকে প্রামাণ করলেন যে আল্লাহ ব্যতিত কাউকে সিজদা করা পূর্বের শরীয়তে জায়েয ছিলো, আমাদের শরীয়তে হারাম * আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে প্রশ্ন করা হলো: লোকেরা বলে থাকে যে: প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মুসিবত দূরীভূতকারী বলা শিরক? আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উত্তরে ৩০০ হাদীস উদ্ধৃত করে বললেন যে اَلْحَمْدُ لِلّٰه! আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, আল্লাহ পাকের দয়াই মুসিবত দূরীভূতকারী * আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে প্রশ্ন করা হলো: কতিপয় লোকেরা বলে: রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যদি সমস্ত নবীগন থেকে উত্তম হয় তাহলে এর উপর