Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

(): হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বানীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা

 

মন থেকে হাদীস পড়ার আগ্রহ সৃষ্টি করুন!

    একটু চিন্তা করুন! হাদীসে পাক কি? আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যার কালিমা আমরা পড়েছি, যার থেকে আমরা সুপারিশের আশা রাখি, যার সদকায় দুনিয়া সৃষ্টি, যার সদকায় আমরা দুনিয়াতে এসেছি, যার সদাকায় আমরা আহার করি, আমাদের সেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি আল্লাহ পাকের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যাকে সর্বাধিক জ্ঞান দান করেছেন, সেই প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সেই প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় প্রিয় বাণীসমূহকে  হাদীস বলা হয় (হ্যা! কখনো সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ তাদের বাণীকেও হাদীস বলা হয়) এখন চিন্তা করুন! আমরা মুসলমান, আমরা শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কালিমা পড়ি, আমাদের কি অধিকারের মধ্যে পড়ে না? যে আমরা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী পড়া, সেগুলো বুঝা, তার উপর আমল করা। অবশ্যই আমাদের অধিকার রয়েছে। হাদীস হচ্ছে আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক মুখ থেকে উচ্চারিত শব্দ, হাদীসের একটি একটি  শব্দ ইলম ও হিকমতের সমুদ্র, এ শব্দসমূহ কিয়ামত পর্যন্ত আগতদের জন্য জ্যোতি, নূর, পথপ্রদর্শক। মুফাসিসরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ, ইয়ার খাঁন নঈমী, رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইসলামে কালামুল্লাহ অর্থাৎ কুরআনের পর রাসূলের কালাম (অর্থাৎ হাদীসে পাক) এর স্তর। কুরআন হলো সমুদ্র, হাদীস হলো এই সমুদ্রের জাহাজ, কুরআন হলো আত্মার খাদ্য, হাদীস হলো রহমতের পানি,