Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
যখনই মাথায় পানি ডালতে লাগলেন যেনো মাথা থেকে কিছু জিনিস চোখে নেমে আসলো।
পরে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তর সাহেব (Check up) সেক-আপ ব্যতিত বললো: অধিক কিতাব দেখার কারণে শুস্কতা দেখা দিয়েছে, ১৫ দিন পর্যন্ত কিতাব পড়বেন না। এখন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মত ব্যক্তিত্ব, সারা বিশ্ব থেকে মুসলমান দ্বীনি মাসআলার সমাধান জিজ্ঞাসা করতেন, ফতোওয়া চায়তেন, ডাক্তার সাহেব ১৫দিন দ্বীনি কিতাব পড়তে নিষেধ করেছে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তো ১৫মিনিটও কিতাব ছাড়তে পারবেন না, সুতরাং একজন হেকিম ডাক্তার (Check up) সেক-আপ করলেন, তিনি বললেন: পানি নেমে আসার লক্ষণ রয়েছে, আল্লাহ না করুক ২০ বছর পর পানি নেমে আসবে। (অর্থাৎ ছানি পড়ার কারণে দৃষ্টি চলে যেতে পারে। )
প্রকাশ্যভাবে এটি একটি বড় চিন্তার বিষয়, কিতাব ছাড়তে পারবে না, লেখা-লেখির কাজতো করতেই হবে, অন্যতায় উম্মতের পদপ্রদর্শন কে করবে? আর আল্লাহ না করুক যদি দৃষ্টির সমস্যা হয়ে যায় তাহলে এটাও একটি বড় কষ্টদায়ক হবে।
اَللهُ اَكْبَرُ! বিপদের সময় একজন সত্যিকার আশেকে রাসূলের মনোযোগ কোন দিকে হয়ে থাকে? سُبْحٰنَ الله! আশেকদের ইমাম আ লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও হুযুরের আচলে আশ্রয় নিলেন, একটি হাদীসে পাক মনের মধ্যে আসলো যে, যে বান্দা কোন মুসিবতকৃত ব্যক্তিকে দেখে এই দোয়া পাঠ করবে:
اَلْحَمْدُ للہِ الَّذِیْ عَافَانِیْ مِمَّا ابْتَلَاکَ بِہٖ وَ فَضَّلَنِیْ عَلٰی کَثِیْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِیْلاً
পাঠকারী সেই মুসিবত থেকে রক্ষা পাবে, আলা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছানি আক্রান্ত একজন ব্যক্তিকে