Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees
হাদীস কাকে বলে....?
মূলত আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক মুখ নিঃসৃত শব্দসমূহ, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র কর্ম ও মোবারক অবস্থান সমূহকে হাদীস বলা হয়। আবার কখনো কখনো সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ ও তাবেয়ী (অর্থাৎ ইমান সহকারে সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ তাদের সঙ্গলাভকারীগণের) বানীকেও হাদীস বলা হয়। হাদীস এটি একটি জ্ঞান, এটি শিখা হয়, মাদরাসাতে পড়ানো ও শিখানো হয়, আমাদের প্রিয় আলা হযরত, ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীস পড়তে কতটা আগ্রহী ছিলেন?তাঁর হাদীস বুঝা, হাদীস থেকে মাসআলা বের করতে কতটা দক্ষ ছিলেন? অতঃপর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অন্যের নিকট হাদীস পৌঁছানোর কেমন উৎসাহ ও উদ্দীপনা রাখতেন? সে সম্পর্কে আজ আমরা কিছু মাদানী ফুল শোনা ও বুঝার সৌভাগ্য অর্জন করবো।
ইলমে হাদীস সম্পর্কে একটি ব্যাখ্যা
মূল বিষয়ের প্রতি কথা-বার্তার পূর্বে এই মাদানী ফুল নিজ অন্তরের মাদানী পুষ্পধারায় সাজিয়ে নিন; * দ্বীনি জ্ঞানের মধ্যে কুরআনুল করীমের পর সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ন ও সবচেয়ে উত্তম জ্ঞান হলো হাদীসের জ্ঞান, যে আলেমে দ্বীন, যে মুফতি, যে ইসলাম সম্পর্কে যে কোন প্রকারের গবেষণা করতে চাই তার উপর কুরআনে পাকেরও জ্ঞান রাখা আবশ্যক ও কোন দক্ষ আশেকে রাসূল আলেমে দ্বীন থেকে নিয়মিত হাদীস পাকের জ্ঞানও অর্জন করে নেওয়া * আল্লাহ পাক আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এই মর্যাদা দান করেছে যে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক মুখ থেকে বাহির হওয়া এক একটি বর্ণ, এক