Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

তিলাওয়াত নাত এবং বয়ানের সিডিউল তৈরী করে কমপক্ষে দিন পূর্বে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বলা বিশেষ করে ইজতিমাতে প্রবেশদ্বারের দরজায় নিরাপত্তার জন্য সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা স্পীকার, লাইট, জেনেটর ইউপি এস এর জন্য উপযোক্ত ব্যবস্থা করা, অযু গোসলখানা, ইস্তিঞ্জাখানায় পানি ইত্যাদির ব্যবস্থা করা, ইজতিমার স্থান মসজিদে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা, কার্পেট মাদুর বিছানো আর ইজতিমার শেষে তুলেফেলা, ইজতিমা চলাকালিন আশে-পাশে গুরাফেরাকারী ইসলামী ভাইয়দেরকে সহানুভূতির মাধ্যমে নম্র ভদ্রতার সহিতে ইজতিমাতে অংশগ্রহণ করানো, প্রয়োজনে উপযোক্ত স্থানে পানি পাইপ বসানো আর মাকতাবাতুল মদীনার স্টোল থেকে কিতাব রিসালা সরবরাহ করা ইজতিমাতে আগত ইসলামী ভাইয়দের ঘাড়ির পার্কিনের ব্যবস্থা করা, বিভিন্ন শাখার স্টোল (ঝঃধষষ) বসানো ইত্যাদি বিভাগের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভূক্ত আল্লাহ পাক সপ্তাহিক ইজতিমার বিভাগকেআরো উন্নতি দান করুন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে নিতে গিয়ে সুন্নাতের ফযিলত কিছু জীবনের আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ تَمَسَّكَ بِسُنَّتِيْ عِنْدَ فَسَادِ اُمَّتِيْ فَلَهُ اَجْرُ مِائَةِ شَهِيْدٍ অর্থাৎ উম্মতের ফিতনা ফ্যাসাদের যোগে যে ব্যক্তি আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আমল করবে তাকে শত শহিদের সাওয়াব দান করা হবে (যুহদে কাবির, ১১৮ পৃষ্ঠা, হাদীস: ২০৭)

হার কাম শরীয়ত কে মুতাবিক মে করু কাশ!

ইয়া রব তু মুবাল্লিগ মুজে সুন্নাত কা বানা দে

(ওয়াসায়েলে বখশিষ, ১১৫ পৃষ্ঠা)

হাদীসে পাকের সাথে সম্পৃক্ত উপকারী সুক্ষ্ণতা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে নিতে গিয়ে হাদীসে পাকের সাথে সম্পৃক্ত কিছু উপকারি সুক্ষ্ণতা বর্ননা করার