Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

হাদীসে পাকের অনেক ঊর্দূ কিতাব প্রস্তুত করে দিলো * এই হাদীসে পাক যার জন্য হযরত আবু আবুল আব্বাস মুস্তাগফিরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবছর রোযা রাখলেন, এই হাদীসে পাক এর বিস্তারিত ব্যখ্যা সম্বলিত রিসালা মাকতাবাতুল মদীনাতে রয়েছে: বেদুঈনের প্রশ্ন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উত্তর * অনুরুপ মাকতাবাতুল মদীনার কিতাব: ফয়যানে রিয়াদুস সালিহীন রিয়াদুস সালিহীন ইমাম নববীর লিখিত হাদীসের কিতাব, যেগুলো আরবীতে রয়েছে, তার মধ্যে হাজার শত ৯৬টি হাদীস রয়েছে, সেই হাদীসের সহজ অনুবাদ ব্যখ্যার উপর কাজ চলামান রয়েছে:ফয়জানে রিয়াদুস সালিহীন খন্ডে লিখা হয়েছে, মাকতাবাতুল মদীনার একটি কিতাব, আনওয়ারুল হাদীস * অনুরুপ ৪০টি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সংক্ষিপ্ত বাণী * শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি নতুন রিসালা এই বছরেই মুহাররামুল হারমে এসেছে: ফয়যানে আহলে বাইয়ত এর মধ্যে আহলে বাইতের শানে  ৪০টি হাদীস একত্রিত করা হয়েছে * অনুরুপ আমীরে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি রিসালা: প্রত্যেক সাহাবী জান্নাতী জান্নাতী, এর মধ্যে সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ এর শান মর্যাদার উপর ৪০টি হাদীস একত্রিত করা হয়েছে

    দাওয়াতে ইসলামীর আই, টি ডিপার্টমেন্ট এর একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে: Islamic Ebook Library এর মধ্যে মাকতাবাতুল মদীনার সমস্ত কিতাব বিদ্যমান রয়েছে, এর মধ্যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পড়াও যাবে এবং ডাওন লোডও করা যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিন, নিজেও উপকৃত হওন, অন্যকেও উৎসাহিত করুন