Ala Hazrat Aur Ilm e Hadees

Book Name:Ala Hazrat Aur Ilm e Hadees

এর চোখে আশ্রু বের হয়ে গেলো আর ভালোবাসার উদ্দিপনায় অস্থির হয়ে বললেন: আমি আমার বংশদর اَلْحَمْدُ لِلّٰه! পূর্বে থেকে মুসলমান কিন্তু যখন আমি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংস্পর্শে আসতে লাগলাম, আমার ঈমানের অবস্থা (অর্থাৎ মিষ্টতা) পেয়ে গেলাম, ব্যস যার সদকায় ঈমানের অবস্থা নসিব হলো, তার স্বরণের মাধ্যমে আমার অন্তরকে প্রশান্তি দিতে থাকি

    سُبْحٰنَ الله! মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে ভালোবাসা দেখুন আর তাঁর কথার প্রতি একটু চিন্তা করুন! সমসাময়িক একজন অনেক বড় আলেম, যিনি ৪০ বছর ইলমে হাদীসের খিদমত করেছেন, যার হাজার হাজার হাদীস মুখস্ত, তিনি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে বলছেন যে আমার ঈমানের অবস্থা (অর্থাৎ মিষ্টতা) আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংস্পর্শের মাধ্যমে নসিব হয়েছে, সুতরাং আমি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোচনা দ্বারা নিজের অন্তরকে প্রশান্তি দিয়ে থাকি 

    মুহাদ্দীসে আযম হিন্দ সায়্যিদ আহমদ আশরাফী মিঞা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সম্মানিত ওস্তাদ মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই ঈমান উদ্দীপক উত্তর শুনে আরজ করলাম: আলি জা! আলা হযরত ইলমে হাদীসের মধ্যে কি আপনার সমপরিমাণ? মুহাদ্দীস ওয়াসি আহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাৎক্ষনিক বল্লেন: কখনো নয় অতঃপর বললেন: শাহজাদা! আপনি একটু বুঝুন যে, আমি কখনো নয় বলার অর্থ কি? শুনুন! আলা হযরত আমীরুল মুমিনীন ফিল হাদীস, যদি আমি সারা বছর আলা হযরত থেকে ইলমে হাদীস শিখতে থাকি, তাঁর ছাত্রত্ব অবলম্বন করি তারপরও আমি তাঁর কদমের সমপরিমাণে পৌছতে পারবো না

(মাহনামাহে আল মিযান, ২৪৭ পৃষ্ঠা)