Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

আয়াতের মধ্যে তাকলীদ, বাইয়াত এবং মুরীদী সবকিছুর প্রমাণ রয়েছে

(তাফসীরে নুরুল ইরফান, পারা:১৫, সূরা বনী ইসরাইল, ৭১নং আয়াতের পাদটিকা, পৃষ্ঠা-৪৬১)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, পীর মুর্শিদ থাকা কতটা জরুরি মনে রাখবেন! কোনো কামিল পীরের হাতে বাইয়াত হওয়া কোনো নতুন পদ্ধতি নয়, বরং যুগ যুগ ধরে চলে আসছে সমস্ত সাহাবায়ে কিরাম  عَلَیْہِمُ الرِّضْوَان নবী করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুরিদ ছিলেন এবং তাঁদের পরে আসা আউলিয়ায়ে কিরামও কোনো না কোনো কামিল পীরের মুরিদ ছিলেন

কে কার মুরীদ?

    আসুন, এমন কিছু মহান ব্যক্তির আলোচনা শুনি, যাঁরা নিজেরা অনেক বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কোনো না কোনো কামিল পীরের মুরীদ ছিলেন। * সায়্যিদী আলা হযরত, সৈয়দ শাহে আলে রাসূল মারাহারভী এর মুরীদ ছিলেন। * মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী, আলা হযরত এর মুরীদ ছিলেন। * হাবীব আযমী, ইমাম হাসান বসরী এর মুরীদ ছিলেন। * ফুযাইল বিন আয়ায, খাজা আব্দুল ওয়াহেদ বিন যায়েদ এর মুরীদ ছিলেন। * নিজামুদ্দিন আউলিয়া, বাবা ফরীদুদ্দিন গঞ্জেশকর এর মুরীদ ছিলেন। * বাবা ফরীদুদ্দিন গঞ্জেশকর, কুতুবুদ্দিন বখতিয়ার কাকী এর মুরীদ ছিলেন। * বাহাউদ্দিন জাকারিয়া মুলতানী, শেখ শাহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী এর মুরীদ ছিলেন। * দাতা গঞ্জে বখশ আলী হাজভেরী, খাজা মুহাম্মদ বিন হাসান জুনায়েদী এর মুরীদ ছিলেন। * আবু বকর শিবলী, হযরত জুনায়েদ বাগদাদী এর মুরীদ ছিলেন। * জুনায়েদ বাগদাদী, হযরত সারী সাকাতী এর মুরীদ ছিলেন। * হযরত সারী সাকাতী, হযরত মারুফ কারখী এর মুরীদ ছিলেন।