Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

* হযরত দাউদ তঈ, হাবীব আযমী এর মুরীদ ছিলেন * হযরত মুজাদ্দিদে আলফে সানী, হযরত খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ নকশবন্দী এর মুরীদ ছিলেন * মুহাদ্দিসে আযম পাকিস্তান মুহাম্মদ সরদার আহমদ কাদেরী, হযরত খাজা শাহ সিরাজুল হক চিশতী এর মুরীদ ছিলেন * হযরত বাবা বুল্লেহ শাহ, হযরত আল্লামা এনায়েত কাদেরী শাত্তারী এর মুরীদ ছিলেন * ইমাম ফখরুদ্দিন রাযী, হযরত নাজিম উদ্দিন কোবরা এর মুরীদ ছিলেন * আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরী সাহেব, আবু বরকাত সৈয়দ আহমদ সাহেব কাদেরী এর মুরীদ ছিলেন * লাল শাহবাজ কালান্দার, শেখ আবু ইসহাক সৈয়দ ইবরাহীম কাদেরী এর মুরীদ ছিলেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

     প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! কাউকে পীর এই জন্য বানানো হয়, যাতে আখিরাতের বিষয়গুলোতে উন্নতি আসে। তাঁর দিকনির্দেশনা এবং বাতেনী মনোযোগের বরকতে মুরিদরা আল্লাহ পাক এবং তাঁর রাসূল  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তোষের কাজগুলো থেকে বেঁচে নেক আমলগুলোতে তাদের দিনরাত কাটাতে পারে। কিন্তু আফসোস! বর্তমান যুগে কিছু লোক পীর-মুরিদী নামক এই গুরুত্বপূর্ণ পদকে দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়ে ফেলেছে। অসংখ্য পথভ্রষ্ট ও ভ্রান্ত লোকও তাসাউফের বাহ্যিক পোশাক পরিধান করে মানুষের দ্বীন ও ঈমানকে নষ্ট করছে এবং এই ভুলকারীদেরকে ভিত্তি বানিয়ে পীর-মুরিদী বিরোধীরা এই পবিত্র সম্পর্ক থেকে মানুষকে বিমুখ করছে এবং তারা পীর-মুরিদীকে এক অদ্ভুত রূপ দিয়েছে। মনে রাখবেন! নামায ত্যাগ করা, নামুহরিম মহিলাদের ভিড়ে থাকা, অপরিচিত মহিলাদের দ্বারা হাত-পা মালিশ করানো, নাচ-গানের মজলিসে অংশগ্রহণ করা এবং শরীয়তের বিধি-নিষেধ লঙ্ঘন করা পীর-