Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
অটলতার মাধ্যম হয়। * ঈমানের সাথে মৃত্যুর প্রবল আশা জাগায়। * পথভ্রষ্টতা থেকে বাঁচায়। * বাতিনকে সুন্দর করে তোলে। * বিনয় ও নম্রতার মতো গুণাবলী তৈরি করে। * দুনিয়ার ধন-সম্পদের ভালোবাসা মন থেকে দূর করে দেয়। * আখিরাতের চিন্তা তৈরি করে। * মনের ময়লা দূর করে দেয়। * আল্লাহওয়ালাদের ভালোবাসার শিক্ষা দেয়। * দুনিয়া ও আখিরাতে শান্তি ও মুক্তির কারণ হয়। * আল্লাহওয়ালাদের ভালোবাসার শিক্ষা দেয়। * দুনিয়া ও আখিরাত উভয়কেই সুন্দর করে তোলে। * বান্দাকে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্যিকারের আশেক বানায়। * দ্বীনের প্রতি আগ্রহ তৈরি করে এবং * পুলসিরাত পার হতে সহায়ক হবে।
হে আশিকানে খাজা গরীবে নেওয়াজ! আমরা মুর্শিদের খেদমতের উপকারিতা তো শুনলাম, আসুন! এবার মুর্শিদের খেদমত সম্পর্কে আমাদের বুযুর্গানে দ্বীনের পদ্ধতি শুনি যে, কে কিভাবে নিজের পীর ও মুর্শিদের খেদমত করেছেন।
মুজাদ্দিদে আলফে সানী এবং পীর ও মুর্শিদ
হযরত মুজাদ্দিদে আলফে সানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের পীর ও মুর্শিদের অত্যন্ত আদব ও সম্মান করতেন এবং তাঁর পীর সাহেবও তাঁকে অত্যন্ত মর্যাদা ও সম্মানের চোখে দেখতেন। একদিন তিনি হুজরা শরীফে বিছানায় আরাম করছিলেন যে, তাঁর পীর ও মুর্শিদ খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ নকশবন্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অন্যান্য দরবেশদের মতো একাকী তাশরীফ আনলেন। খাদেম হযরত মুজাদ্দিদে আলফে সানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জাগাতে চাইল, কিন্তু তিনি কঠোরভাবে নিষেধ করলেন এবং কক্ষের বাইরেই তাঁর জেগে ওঠার অপেক্ষা করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর হযরত মুজাদ্দিদে আলফে সানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ঘুম ভাঙল, বাইরে পায়ের