Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

দেয় যে, অমুকের ছেলে অমুক আপনার প্রতি এই দরূদ পাঠ করেছে (মাজমাউয যাওয়াইদ, কিতাবুল আদ'ইয়া, ১০/২৫১, হাদিস: ১৭১৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের নেক বান্দাদের এই গুণ থাকে যে, তাঁরা উম্মতের সংশোধন এবং ইসলাম প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করেন এবং আল্লাহ পাকের সৃষ্টি সর্বদা তাঁদেরকে ভক্তি ও ভালোবাসার সাথে স্মরণ করে। এমন নেক গুণ, সুন্দর চরিত্র এবং উত্তম গুণের অধিকারী ব্যক্তিদের মধ্যে একটি বড় নাম হল সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল, গুলশানে ফাতেমার সুগন্ধি ফুল, খাজায়ে খাজেগান গরীবে নেওয়াজ হযরত সৈয়দ মঈনুদ্দীন হাসান সাঞ্জারী চিশতী আজমেরী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিনি একজন উচ্চ মর্যাদার মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা ভারত ও পাকিস্তানের প্রতিটি কোণেই নয়, বরং বিশ্বের বহু দেশে সূর্যের আলোর মতো ছড়িয়ে আছে।