Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
মুর্শিদের কাছে বাইয়াত গ্রহণ করেছেন যার সিলসিলা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত পৌঁছেছে। * হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নির্দেশাবলীর অনুসরণকারী। * অল্প আহারকারী। * অল্প শয়নকারী। * অধিক পরিমাণে নামায পড়েন। * অধিক পরিমাণে রোযা রাখেন। * তাঁর চরিত্রে সকল সুন্দর আচরণ যেমন; ধৈর্য্য ও কৃতজ্ঞতা, তাওয়াক্কুল ও অল্পে তুষ্টতা, আমানতদারী ও বিশ্বস্ততা, বিনয় ও আনুগত্য তাঁর জীবন ও চরিত্রের অংশ হবে। * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর থেকে এমন নূর ও আলো লাভ করেছেন যার দ্বারা সকল খারাপ স্বভাব যেমন; কৃপণতা ও হিংসা, বিদ্বেষ ও ক্ষোভ, দুনিয়ার প্রতি বড় বড় আশা রাখা, রাগ ও অহংকার ইত্যাদি এই আলোতে শেষ হয়ে গেছে। (মাজমুআতুল রাসাইলিল ইমামিল গাজ্জালী, আইয়ুহাল ওলাদ, ২৬৩) তিনি আরও বলেন: এমন পীর পাওয়া খুবই কঠিন। যদি এই দৌলত কারো ভাগ্যে জোটে যে, এমন কামিল মুর্শিদ পেয়ে গেল এবং সেই মুর্শিদ তাকে তাঁর মুরিদদের মধ্যে অন্তর্ভুক্তও করে নিল, তবে সেই মুরিদের জন্য আবশ্যক যে, সে তার মুর্শিদের জাহেরী ও বাতেনী আদব করবে।
আজকের এই ফিতনা ফাসাদের যুগে আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর বাইয়াত হয়ে বা তালিব হয়ে তাঁর মুরিদ বা তালিবদের অন্তর্ভুক্ত হওয়াও এক মহা সৌভাগ্য। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি ফরয ও ওয়াজিব আদায়ের পাশাপাশি সুন্নাত ও মুস্তাহাব পালনের মাধ্যমে নেকীর দাওয়াতের এমন আলোড়ন সৃষ্টি করেছেন যে, এর বরকতে লাখ লাখ মুসলমানের গুনাহ থেকে তাওবা করার তৌফিক অর্জিত হয়েছে। যারা বেনামাযী ছিল তারা পাঁচ ওয়াক্ত নামাযী হয়ে গেছে, বরং অনেকে নামায পড়ানোর অর্থাৎ ইমাম হওয়ার সুযোগ পেয়েছে। আমীরে আহলে