Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
আপনার রূপ এবং আপনার বাক্যগুলো সম্পর্কে জানি, বই কোথায় এবং তাক কোথায় তা আমি জানি না।
হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন: যদি তোমার এই অবস্থা হয়, তবে তুমি এখন বোস্তাম চলে যাও, তোমার কাজ সম্পন্ন হয়েছে। (শানে আওলিয়া, হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, পৃষ্ঠা-৭৩)
আলা হযরত এবং মুর্শিদের খেদমত
সায়্যিদী আলা হযরত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মুর্শিদে কামিলের অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করতেন এবং তাঁর রওযা মোবারকে বিদ্বানসুলভ ও সূফীমূলক ওয়াজও করতেন। একবার তাঁর পীর ও মুর্শিদের সাজ্জাদানশীন সাহেব ঘর হেফাজত করার জন্য দুটি কুকুরের ফরমায়েশ করলেন, তখন তিনি নিজের বাড়িতে পৌঁছে তাঁর উভয় শাহজাদাকে সাথে নিয়ে খানকায় সাজ্জাদানশীনের খেদমতে হাজির হলেন এবং বিনয়ের সাথে আরয করলেন: আহমদ রযা এই দুই সাহেবজাদাকে আপনার খেদমতে পেশ করছে, এরা দিনের বেলায় আপনার কাজকর্ম করবে এবং রাতে ঘর হেফাজত করতেও খুব ভালো জানে। (আনওয়ারে রযা, ইমাম আহমদ রযা অউর তালীমাতে তাসাউফ, পৃষ্ঠা-২৩৮)
ইমাম আযম এবং মুর্শিদের খেদমত
ইলমে দ্বীন অর্জন করা সত্ত্বেও ইমাম আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মতো জ্ঞানের অফুরন্ত সমুদ্রও তরীকতের জ্ঞান হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় সঙ্গ ও মজলিস থেকে অর্জন করেছেন। যেমনটি ইমাম আযম নোমান বিন সাবিত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যদি আমার জীবনে এই দুই বছর (যা আমি ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে কাটিয়েছি) না থাকত তবে নোমান ধ্বংস হয়ে যেত। (আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-১৭০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের বুযুর্গানে দ্বীন নিজেদের পীর ও মুর্শিদের কেমন খেদমত