Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

    ইমাম আবদুল ওয়াহাব শারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মুরিদের শান এই যে, তার মনে কখনও এই খেয়াল যেন না আসে যে, সে তার মুর্শিদের অনুগ্রহসমূহের প্রতিদান দিয়ে দিয়েছে যদিও সে তার মুর্শিদের হাজার বছর খেদমত করে এবং তার জন্য লাখ লাখ টাকাও খরচ করে, কারণ যে মুরিদের মনে এত খেদমত এবং এত খরচ করার পর এই খেয়াল আসে যে, সে মুর্শিদের কিছু হক আদায় করে দিয়েছে, তবে সে তরীকতের পথ থেকে বেরিয়ে যাবে অর্থাৎ পীরের ফয়েযের সাথে তার কোনো সম্পর্ক অবশিষ্ট থাকবে না

(আল আনওয়ারুল কুদসিয়্যা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা-২৭)

পীর মুর্শিদ কেন জরুরি?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নেক আমলের উপর অটল থাকার পাশাপাশি ঈমানের হেফাজত অত্যন্ত জরুরি এবং এর একটি অন্যতম মাধ্যম হল কোন কামিল মুর্শিদের নিকট বাইয়াত হওয়া ওলামায়ে কিরাম বলেন: ঈমানের হেফাজতের একটি মাধ্যম হল কোন কামিল মুর্শিদের মুরীদ হওয়া  আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:

یَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۭ بِاِمَامِهِمْۚ

(পারা ১৫, সূরা বনী ইসরাইল: ৭১)

কানযুল ঈমানের অনুবাদ: যে দিন আমি প্রত্যেক দলকে তাদের ইমামে (নেতা) সহকারে আহ্বান করবো

    মুফাস্সিরে কুরআন হযরত মুফতি আহমদ ইয়ার খান  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের আলোকে বলেন: এর থেকে বোঝা যায়! দুনিয়াতে কোন সালেহ (নেক) ব্যক্তিকে নিজের ইমাম বানিয়ে নেওয়া উচিত, শরীয়তে তাকলীদ করে এবং তরীকতে বাইয়াত হয়ে, যাতে হাশর ভালদের সাথে হয়। আরও বলেন: এই