Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

সুন্নাত এর মতো বুযুর্গ ব্যক্তিত্বের ফয়েয শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ইসলামের আলো থেকে দূরে অন্ধকারে নিমজ্জিত থাকা অসংখ্য অমুসলিমও ইসলামের নূর লাভ করেছে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা কামিল পীর সম্পর্কে শুনলাম যে, কামিল পীর কে হয়ে থাকে? এবং তাঁর কী কী গুণাবলী থাকে? আসুন! এবার আমরা বাইয়াত এবং বাইয়াতের উদ্দেশ্য সম্পর্কেও কিছু শুনি:

বাইয়াতের সংজ্ঞা উদ্দেশ্য

    মনে রাখবেন! কোন কামিল পীরের হাতে হাত রেখে অতীতের গুনাহ থেকে তাওবা করা, ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে নেক আমলের ইচ্ছা পোষণ করা এবং তাঁকে আল্লাহ পাকের পরিচয় লাভের মাধ্যম বানানোর নাম বাইয়াত (পীর-মুরিদীর শরয়ী অবস্থান, পৃষ্ঠা-) মুরিদ হওয়ার মূল উদ্দেশ্য হলো, মানুষ যাতে কামিল মুর্শিদের দিকনির্দেশনা বাতেনী মনোযোগের বরকতে সঠিক পথে চলে শরিয়ত সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে পারে

কামেল মুরিদ কে?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! পীর ও মুর্শিদের ফয়েয অর্জন করার কিছু আদব রয়েছে, যা মুরিদের জন্য অত্যন্ত জরুরি। আসুন! কিছু আদব সম্পর্কে শুনি: * সর্বদা পীর ও মুর্শিদের প্রতি বাআদব থাকা যে, বাআদব ব্যক্তিই সৌভাগ্যবান হয়ে থাকে এবং বেয়াদব কখনও ফয়েয লাভ করতে পারে না। হযরত যুননুন মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন কোনো মুরিদ আদবের প্রতি খেয়াল রাখে না, তখন সে সেখান থেকে ফিরে আসে যেখান থেকে শুরু করেছিল। (রিসালায়ে কুশায়রিয়া, বাবুল আদব, পৃষ্ঠা-৩১৯) * কামিল মুর্শিদের ফয়েয পাওয়ার জন্য তাঁর ভালবাসাকে অন্তর ও প্রাণ দিয়ে ধারণ করা জরুরি। * মুরিদ তার মুর্শিদের হাতে "মৃত ব্যক্তি জীবিতের