Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

খেদমত করেছেন এবং তাঁর ওফাতের পরেও তাঁর আদব সম্মানকে নিজের উপর আবশ্যক রেখেছেন

    আসুন, পীর মুর্শিদের আদব সম্মানের একটি অনন্য ঘটনা শুনি:

মুর্শিদে কামিলের মাযারের আদব

    একবার হযরত খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মুরিদদের তালিম দিচ্ছিলেন আলোচনার সময় যখনই তাঁর দৃষ্টি ডানদিকে পড়ত, তিনি আদবের সাথে দাঁড়িয়ে যেতেন সমস্ত মুরিদ এটা দেখে অবাক হয়েছিল যে, পীর মুর্শিদ বারবার কেন দাঁড়াচ্ছেন, কিন্তু কেউ জিজ্ঞাসা করার সাহস পেল না অবশেষে যখন সবাই সেখান থেকে চলে গেল, তখন একজন পছন্দের মুরিদ আরয করল: হুযুর! আমাদের তালিমের সময় আপনি বারবার কেন দাঁড়িয়ে যাচ্ছিলেন, এতে কী রহস্য ছিল? তিনি বললেন: এই দিকে আমার পীর মুর্শিদ শায়খ উসমান হারুনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাযার মোবারক রয়েছে, যখনই এই দিকে মুখ পড়ত, আমি সম্মানের জন্য উঠে দাঁড়াতাম ব্যস আমি আমার পীর মুর্শিদের রওযা মোবারকের সম্মানে দাঁড়াতাম (আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-১১৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

     প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর পীর মুর্শিদের কেমন আদব এবং কেমন খেদমত করতেন নিঃসন্দেহে নিজের পীর মুর্শিদের খেদমত সৌভাগ্যের মাধ্যম আসুন! পীর মুর্শিদের খেদমতের কয়েকটি উপকারিতা শুনি:

মুর্শিদের খেদমতের উপকারিতা

    পীর ও মুর্শিদের খেদমত মানুষকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেয় * গুনাহ থেকে বাঁচায় * নেক কাজে