Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

    হে আশিকানে খাজা গরীবে নেওয়াজ! চিন্তা করুন! চিশতিদের মহান বুযুর্গ কিরূপ মহান সচ্চরিত্রের অধিকারী ছিলেন যে, হত্যার উদ্দেশ্যে আসা ব্যক্তির সাথেও অত্যন্ত স্নেহপূর্ণ ব্যবহার করেছেন আমাদেরও নিজেদের নিয়ে চিন্তা করা উচিত এবং ভাবা উচিত যে, আমরা অন্যদের দুর্ব্যবহারে তাদের সাথে কেমন আচরণ করি? আফসোস! আজ অন্যের ভুল ক্ষমা করার প্রচলন শেষ হয়ে যাচ্ছে, কিছু অজ্ঞ ব্যক্তি অন্যের অনর্থক ভুলগুলো নোট করে এবং তাদের ভুলগুলো প্রচার করে বিদ্রূপের তীর বর্ষণ করে বছরের পর বছর পুরোনো ভুলগুলো নিয়ে লজ্জা দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করে না এমন পরিস্থিতিতে শয়তানও প্ররোচিত করে যে, অমুককে অপমান লাঞ্ছিত করার খুব ভালো সুযোগ, যত তাড়াতাড়ি সম্ভব তার ভুলগুলো প্রকাশ করো যাতে লোকেরা তার প্রতি বিরাগভাজন হয়

    হে আশিকানে রাসূল! আমাদের চিন্তা করা উচিত যে, ভুলকারীরা ফেরেশতা নয়, মানুষ হয়ে থাকে, আমরাও দিনে কত ভুল করি, কত গুনাহ করি, আমরা কি এটা পছন্দ করি যে, আমাদের কোনো ভুল, দোষ, মন্দ কাজ বা গুনাহ প্রকাশ করা হোক? যখন আমরা নিজেদের সম্পর্কে এটা পছন্দ করি না, তখন অন্য মুসলমানদের সম্পর্কেও একই মানসিকতা থাকা উচিত আমাদের প্রত্যেক মুসলমানের সম্মান রক্ষা করা উচিত, শরীয়তসম্মত কারণ ছাড়া কারো দুর্বলতা বা ভুল প্রচার করা কোনো সাওয়াবের কাজ নয়, বরং এর দ্বারা আখিরাত ঝুঁকির মধ্যে পড়তে পারে  রাসূলে পাক  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি তার ভাইকে এমন গুনাহের জন্য তিরস্কার করল, যা থেকে সে তাওবা করে নিয়েছে, তবে সে মারা যাওয়ার আগে নিজেই সেই গুনাহে লিপ্ত হবে

(তিরমিযী, কিতাবু সিফাতিল কিয়ামা, /২২৬, হাদিস: ২৫১৩)